ad
ad

Breaking News

C V Ananda Bose

C V Ananda Bose: নগরপালকে অপসারণের আর্জি জানিয়ে দিল্লিতে চিঠি রাজ্যপালের

সাংবিধানিক রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে তদন্ত করার জন্য এবার ওই দুই পুলশি আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানালেন রাজ্যপাল।

Governor's letter to Delhi requesting removal of Nagarpal

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : কলকাতার নগরপাল ও ডিসি সেন্ট্রালকে সরিয়ে দেওয়ার আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত করার জন্য এই দুই শীর্ষ পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন রাজ্যপাল। ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-কে লেখা চিঠিতে বলা হয়েছে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে অসাংবিধানিক কাজ করার জন্য তাঁদের পদ থেকে সরানো হোক। সেই সঙ্গে ওই দুই আইপিএস-কে যাতে দিল্লিতে ডেকে পাঠানো হয়, তাঁর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে রাজ্যপাল।

[ আরও পড়ুন : Howrah Local Train Disruption: আমতা হাওড়া শাখায় লোকালের প‍্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, চরম যাত্রী দুর্ভোগ

কেন্দ্রীয় সরকারের আইএএস, আইপিএস ক্যাডার নিয়ন্ত্রণ করে ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। কেন্দ্রের সেই সংস্থার কাছে চিঠি লিখেছেন রাজ্যপাল। সেই সঙ্গে তিনি চিঠি দিয়েছে নবান্নেও। উল্লেখ্য, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। যা নিয়ে ব্যাপক সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তবে রাজ্যপালের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। কারণ, তিনি সাংবিধানিক রক্ষাকবচ পান।

[ আরও পড়ুন : Manipur Bridge Collapse: মণিপুরে সদ্য নির্মিত সেতু ভেঙে নদীতে পড়ল ট্রাক, ভিতরে আটকে মৃত চালক

তবে ওই মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ রাজভবনের সিসি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে। এদিকে ওই মহিলার কাছে পুলিশকে যাওয়ার জন্য বাধা দেওয়ায় রাজভবনের কয়েক জন আধিকারিকের নামে মামলা করে পুলিশ। যা নিয়ে বেশ বিতর্ক হয়। পরে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করায় সেই পুলিশ তদন্ত বন্ধ হয়ে যায়। এই গোটা পর্বে রাজ্যপাল নিশানা করেছেন কলকাতা পুলিশ কমিশনার ও ডিসি সেণ্ট্রালকে। সাংবিধানিক রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে তদন্ত করার জন্য এবার ওই দুই পুলশি আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানালেন রাজ্যপাল।