ad
ad

Breaking News

C. V. Ananda Bose

রাজভবনে আটকে থাকা বেশ কয়েকটি বিলে সম্মতি প্রদান রাজ্যপালের

রাজভবন বনাম বিধানসভার এই দ্বন্দ্বের মাঝে ২৬ মার্চ রাজ্যপাল বেশ কয়েকটি বিলে সম্মতি প্রদান করলেন।

Governor gives assent to several bills stuck in Raj Bhavan

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: বিধানসভায় পাস হওয়ার পর একাধিক বিল রাজভবনে আটকে রয়েছে। এই নিয়ে বিধানসভা বনাম রাজভবনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। অকারণে একাধিক বিল রাজভবন আটকে রেখেছে বলে বহুবার অভিযোগ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিল রয়েছে। রাজ্যে নারী সুরক্ষার লক্ষ্যে অপরাজিতা বিল পাস হয় রাজ্য বিধানসভায়। তাও আটকে রয়েছে দীর্ঘদিন ধরে।

এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকবার ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের অনেক মন্ত্রী এই নিয়ে বহুবার রাজ্যপালকে নিশানা করেছেন। কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে রাজ্যপাল একাধিক বিলে সই করছেন না এমন অভিযোগ তুলেছেন। রাজভবন বনাম বিধানসভার এই দ্বন্দ্বের মাঝে ২৬ মার্চ রাজ্যপাল বেশ কয়েকটি বিলে সম্মতি প্রদান করলেন। রাজভবন সূত্রে জানা গিয়েছে, নিম্নলিখিত বিলগুলিতে সম্মতি প্রদান করেছেন, যেগুলি বিধানসভায় উপস্থাপনার পর অবিলম্বে অনুমোদিত হয়েছে
১) পশ্চিমবঙ্গ রাজকোষীয় দায়বদ্ধতা ও বাজেট ব্যবস্থাপনা (সংশোধনী) বিল, ২০২৫
২) পশ্চিমবঙ্গ উপসংহতকরণ (নং ১) বিল, ২০২৫
৩) পশ্চিমবঙ্গ উপসংহতকরণ (নং ২) বিল, ২০২৫

উল্লেখ্য, বাজেট অধিবেশনের সময় উক্ত বিলগুলির প্রস্তাব রাজ্যপালের অনুমোদনক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থাপিত হয় এবং বিধানসভায় গৃহীত হয়। রাজভবন থেকে সংশ্লিষ্ট দফতরগুলোর কাছে বিভাগীয় উপস্থাপনা ও প্রযুক্তিগত প্রতিবেদনের জন্য অনুরোধ জানানো হলে, সরকার প্রয়োজনীয় নথিপত্র প্রদান করে। সকল উপস্থাপনা ও প্রতিবেদন পর্যালোচনা করার পর রাজ্যপাল সন্তোষ প্রকাশ করে বিলগুলিতে সম্মতি প্রদান করেন। রাজভবনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, রাজ্যপালের সম্মতি বর্তমান অর্থবর্ষ (২০২৪-২০২৫) শেষ হওয়ার আগেই কলকাতা গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হবে।