ad
ad

Breaking News

Kolkata Metro

যাত্রীদের জন্য সুখবর! ভোগান্তি কমাতে চলবে আরও ১৪ টি মেট্রো

নিত্যযাত্রীদের ভোগান্তি মেটাতে তাই ব্যস্ত সময়ে নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া পর্যন্ত ১৪টি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

Good news for passengers! 14 more metros will continue to reduce the suffering

সংগৃহীত

Bangla Jago Desk: মেট্রোযাত্রীদের জন্য সুখবর। নোয়াপাড়া থেকে অতিরিক্ত ১৪ টি ট্রেন। সকাল ৯ টা থেকে ১১ টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা, এই সময় অতিরিক্ত মেট্রো চলবে। শুধু তাই নয়। ৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

বছরের শুরুতেই মেট্রো রেলের তরফে জানানো হয়, এবার থেকে প্রায় সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। এবং যাত্রা শেষও হবে দক্ষিণেশ্বরেই। পাশাপাশি ৬ মিনিটের পরিবর্তে ৭ মিনিট অন্তর করা হয় মেট্রো। তবে তাতে অসুবিধার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। এই প্রেক্ষাপটেই ২৪৪-টির সঙ্গে ব্যস্ত সময়ে অতিরিক্ত আরও ১৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫টা থেকে ৮টা – ৬ মিনিট অন্তর চলবে এই অতিরিক্ত মেট্রো। 

[আরও পড়ুন: ভেজাল হলুদ তৈরীর কারখানায় হানা রানাঘাট জেলা পুলিশের, গ্রেফতার ২]

উল্লেখ্য, প্রথম মেট্রোর সময়ের কোনও হেরফের হচ্ছে না। অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৬টা ৫৫-য় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো, অন্য দিকে ৬টা ৫৫-য় মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে।

[আরও পড়ুন: প্রসূতি মৃত্যুর ঘটনায় মঙ্গলে মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্তকারী সংস্থা]

শেষ মেট্রোর ক্ষেত্রে আগের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো রাত সাড়ে ৯টায় ছাড়বে। অন্যদিকে, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোরও সময় একই থাকছে। ৯টা ৪০-এ ছাড়বে তা। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে ৯টা ২৮-এ। ব্লু লাইনে সারা দিনে ২৪৮টি মেট্রো চলত। এবার তা বেড়ে হল ২৬২।