সংগৃহীত
Bangla Jago Desk: মেট্রোযাত্রীদের জন্য সুখবর। নোয়াপাড়া থেকে অতিরিক্ত ১৪ টি ট্রেন। সকাল ৯ টা থেকে ১১ টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা, এই সময় অতিরিক্ত মেট্রো চলবে। শুধু তাই নয়। ৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।
বছরের শুরুতেই মেট্রো রেলের তরফে জানানো হয়, এবার থেকে প্রায় সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। এবং যাত্রা শেষও হবে দক্ষিণেশ্বরেই। পাশাপাশি ৬ মিনিটের পরিবর্তে ৭ মিনিট অন্তর করা হয় মেট্রো। তবে তাতে অসুবিধার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। এই প্রেক্ষাপটেই ২৪৪-টির সঙ্গে ব্যস্ত সময়ে অতিরিক্ত আরও ১৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫টা থেকে ৮টা – ৬ মিনিট অন্তর চলবে এই অতিরিক্ত মেট্রো।
[আরও পড়ুন: ভেজাল হলুদ তৈরীর কারখানায় হানা রানাঘাট জেলা পুলিশের, গ্রেফতার ২]
উল্লেখ্য, প্রথম মেট্রোর সময়ের কোনও হেরফের হচ্ছে না। অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৬টা ৫৫-য় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো, অন্য দিকে ৬টা ৫৫-য় মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে।
[আরও পড়ুন: প্রসূতি মৃত্যুর ঘটনায় মঙ্গলে মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্তকারী সংস্থা]
শেষ মেট্রোর ক্ষেত্রে আগের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো রাত সাড়ে ৯টায় ছাড়বে। অন্যদিকে, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোরও সময় একই থাকছে। ৯টা ৪০-এ ছাড়বে তা। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে ৯টা ২৮-এ। ব্লু লাইনে সারা দিনে ২৪৮টি মেট্রো চলত। এবার তা বেড়ে হল ২৬২।