চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: আজ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গ্রিন লাইনের ২.৬৩ কিমি দীর্ঘ পশ্চিমমুখী টানেলে প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মহাব্যবস্থাপক ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর চেয়ারম্যান শ্রী পি. উদয় কুমার রেড্ডি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন।
শিয়ালদহ-এসপ্ল্যানেড গ্রিন লাইনের পশ্চিমমুখী টানেলে প্রথম ট্রায়াল রান সফল pic.twitter.com/Ed7gDGVMyq
— Bangla Jago Tv (@BanglaJagotv) January 21, 2025
এই ট্রায়াল রান সকাল ১১:২০-এ শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে শুরু হয় এবং ট্রায়াল রেক (MR 607) মাত্র ১১ মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছায়। মহাব্যবস্থাপক নিজে মোটরম্যানের কেবিনে উপস্থিত থেকে পুরো যাত্রার পর্যবেক্ষণ করেন।
সফল ট্রায়াল রানের জন্য শ্রী রেড্ডি সবাইকে অভিনন্দন জানান। তিনি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেট্রো রেল এবং KMRCL-এর আধিকারিকদের সঙ্গে একটি আলোচনা সভাও করেন। এই নতুন অংশটি চালু হলে শিয়ালদহ ও হাওড়া থেকে কলকাতা শহর এবং আশপাশের এলাকায় যাতায়াত আরও সহজ ও দ্রুততর হবে। এটি কলকাতার পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।