ad
ad

Breaking News

Firecracker Ban

Firecracker Ban: কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে, রাজ্যকে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, কেবল বিজ্ঞপ্তি জারি করলেই শব্দবাজি নিষিদ্ধকরণের বিষয়ে সরকারের দায় শেষ হয় না; বিষয়টি নজরদারির মধ্যে রাখতে হবে

Firecracker Ban: Calcutta HC Demands Strict Enforcement

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আসন্ন দীপাবলি এবং কালীপুজোর আগে শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করার বিষয়ে এবার কঠোর অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, শব্দবাজি নিষিদ্ধ করার বিষয়ে রাজ্য সরকার যে গাইডলাইন জারি করেছে, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একই সাথে, এই নির্দেশগুলি যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা, সে বিষয়ে আদালত রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছে। গত ২২ সেপ্টেম্বর মুখ্যসচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি জারি করে শব্দবাজি নিয়ে রাজ্যের বেঁধে দেওয়া নির্দেশিকা মেনে চলার কথা জানিয়েছিলেন। বৃহস্পতিবার হাই কোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান, রাজ্যের জারি করা সেই গাইডলাইন কি বাস্তবে মেনে চলা হচ্ছে? কিন্তু এই প্রশ্নের নির্দিষ্ট তথ্য রাজ্য জানাতে ব্যর্থ হওয়ায় ডিভিশন বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে। আদালত মুখ্যসচিবকে নির্দেশ দেয় যে আধঘণ্টার মধ্যেই এই বিষয়ে তথ্য জানাতে হবে, অন্যথায় তাঁকে আদালতে তলব করা হতে পারে (Firecracker Ban)।

আরও পড়ুনঃ বিহারে AIMIM প্রার্থীর বিরিয়ানি ভোজে এ কী কাণ্ড! দেখুন ভিডিয়ো

ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, কেবল বিজ্ঞপ্তি জারি করলেই শব্দবাজি নিষিদ্ধকরণের বিষয়ে সরকারের দায় শেষ হয় না; বিষয়টি নজরদারির মধ্যে রাখতে হবে। আইনজীবী সৈকত ঠাকুরতা জানান, “শব্দবাজি নিষিদ্ধ করতে রাজ্য সরকার ২০২১ সাল থেকেই শুধু সবুজ বাজি তৈরির কথা বললেও, সেই নির্দেশ কীভাবে কার্যকর হচ্ছে, সে বিষয়ে রাজ্য কোনো তথ্য দিতে পারেনি। আদালত সেটাই জানতে চেয়েছে যে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে (Firecracker Ban)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এদিকে, এই রায় ঘোষণার আগেই কলকাতা পুলিশ শব্দবাজি রুখতে কঠোর হয়েছে। পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, শব্দবাজি ফাটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুস ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা বহাল রয়েছে, যা অমান্য করলে শাস্তি হবে বলে পুলিশ সতর্ক করেছে। হাই কোর্ট অবশ্য রাজ্যের পদক্ষেপের ওপর আস্থা প্রকাশ করেছে এবং নির্দেশ কার্যকর সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তিন সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে (Firecracker Ban)।