ad
ad

Breaking News

হাওড়া

হাওড়ার ফোরশোর রোডে গোডাউনে সাতসকালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

Bengla jago Desk: এবার হাওড়ার ফোরশোর রোডে গোডাউনে আগুন। জানা যাচ্ছে মজুত ছিল দাহ্য পদার্থ। জনবহুল এলাকা, ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে পেট্রোল পাম্প, পাশাপাশি রয়েছে জুটমিলও, তাই আগুন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোর সাড়ে ৫টা নাগাদ এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। দূর থেকে কালো ধোঁয়া দেখা যেতেই এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। প্রাথমিকভাবে […]

Bengla jago Desk: এবার হাওড়ার ফোরশোর রোডে গোডাউনে আগুন। জানা যাচ্ছে মজুত ছিল দাহ্য পদার্থ। জনবহুল এলাকা, ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে পেট্রোল পাম্প, পাশাপাশি রয়েছে জুটমিলও, তাই আগুন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোর সাড়ে ৫টা নাগাদ এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। দূর থেকে কালো ধোঁয়া দেখা যেতেই এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। প্রাথমিকভাবে এলাকার মানুষই সেই আগুন নেভানোর কাজে হাত লাগান। তড়িঘড়ি পৌঁছায় দমকলের ইঞ্জিন।

উৎসবের আনন্দ বদলে গেল কান্নায়। ধনতেরসে যেখানে সর্বত্র সমৃদ্ধির দেবীর আরাধনা, সেখানে সর্বহারা হতে পারেন বহু মানুষ। সাতসকালে কালো কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢেকেছে চার পাশ। দূর থেকে দেখে যাচ্ছে লেলিহান শিখা। দুর্ঘটনা আরও ভয়বহ হতে পারে ভেবে বন্ধ করা হয়েছে পাশে থাকা পেট্রোল পাম্প। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
দমকল সূত্রে খবর, ভোর ৫টা ৩০ নাগাদ আগুন লাগে।

স্থানীয় সূত্রে খবর, কাপড়ের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর বেশ কিছু গুদামে। ফোরশোর রোডের একাংশে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল ও পুলিশ আধিকারিকেরা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ।প্রায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল হাওড়ার ফোরশোর রোডে গুদাম ও কারখানার বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী । ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১৭টি ইঞ্জিন। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে, বললেন দমকল মন্ত্রী সুজিত বোস।