চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দরের কনভয় বেল্টের কাছে হঠাৎ আগুিকাণ্ড ঘটে। মূলত ওয়েল্ডিং এর কাজ চলাকালীন ফুলকি থেকে আগুন লাগে, ফ্লিক্স থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ারপোর্টে ১০ নম্বর গেটের কাছে ফ্লেক্সে আগুন জ্বলে উঠে দাউ দাউ করে, তা দেখে নিরাপত্তা রক্ষীরা ছুটে আসে। জানা যায় আগুন লাগার পরেই দমকল কে খবর দেয়া হয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
এয়ারপোর্ট সূত্রে খবর, আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে। তবে কর্মীদের তৎপরতা এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই ঘটনার জেরে সাময়িক সময়ের জন্য বিমান পরিষেবা বন্ধ রাখা হয়। তড়িঘড়ি সাতটি বিমানকে জরুরি অবতরণ করা হয় বলে সূত্রের খবর।