ad
ad

Breaking News

Kolkata

খাস কলকাতায় ফিল্মি কায়দায় গান পয়েন্টে অপহরণ, পুলিশের জালে ৪

তবে অপহরণ করে পালিয়ে গেলেও সেই পরিকল্পনাও ব্যর্থ হয় তাদের। তার আগেই হাতেনাতে ধরা পড়ে ৪ জন দুষ্কৃতি। এরপর তদন্ত চালিয়ে হাওড়ার পিলখানা থেকে উদ্ধার অপহৃতকে উদ্ধার করে পুলিশ।

Filmy style kidnapping at a music point in Kolkata, 7 in police net

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ফিল্মি কায়দায় গান পয়েন্টে মাআ-বাবার সামনে থেকে ছেলেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতিরা। ১৯ বছরের প্রিন্স কুমারের বাবা দিলীপ কুমার পেশায় একজন ওষুধ ব্যবসায়ী।

সূত্রের খবর, ওই ছেলেটিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর ভিডিও পাঠায় ওই অপহরণকারীদের দল। সেখানে তারা মুক্তিপণ হিসেবে দেড় লক্ষ টাকার দাবি জানায়। অভিযোগ, যুবককে গাড়িতে তুলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সূত্রের খবর, বাবার কাছে পাওনা টাকা আদায় করতেই এই অপহরণ করে তারা। অপহৃতের বাবার কাছে দেড় লক্ষ টাকা পাওনা ছিল বলেই তারা ওই ব্যবসায়ির ছেলেটিকে অপহরণ করে।

তবে অপহরণ করে পালিয়ে গেলেও সেই পরিকল্পনাও ব্যর্থ হয় তাদের। তার আগেই হাতেনাতে ধরা পড়ে ৪ জন দুষ্কৃতি। এরপর তদন্ত চালিয়ে হাওড়ার পিলখানা থেকে উদ্ধার অপহৃতকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে, এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রজককে গ্রেফতার করেছে পুলিশ।