ad
ad

Breaking News

Zoological Survey of India

Zoological Survey of India: অভিনব! বিশ্বে প্রথম দেশ হিসাবে ভারতে সূচনা হল সমস্ত প্রাণী প্রজাতির তথ্য সম্বলিত পোর্টাল

কলকাতায় সংস্থার ১০৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীর্ষক এনিম্যাল ট্যাক্সোনমি সামিট এর উদ্বোধন করে কেন্দ্রীয় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ফনা অফ্ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন।

Fancy! India is the first country in the world to launch a portal containing information on all animal species

Bangla Jago Desk : রাহুল চট্টোপাধ্যায় : জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই সব প্রাণী প্রজাতিকে নিয়ে একটি চেকলিস্ট পোর্টাল চালু করেছে। কলকাতায় সংস্থার ১০৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীর্ষক এনিম্যাল ট্যাক্সোনমি সামিট এর উদ্বোধন করে কেন্দ্রীয় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ফনা অফ্ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী বলেন,সারা বিশ্বে ভারতই প্রথম দেশে উপস্থিত সব ধরনের প্রাণীর বিভিন্ন প্রজাতির তথ্য নথিভুক্ত করেছে এই পোর্টালে,যা সমগ্র বিশ্বে অভিনব উদ্যোগ। পোর্টালে প্রতিটি প্রাণী প্রজাতির নাম,ছবি ও প্রাপ্তিস্থান এবং ১২১টি চেকলিস্টে ১লক্ষ ৪হাজার ৫৬১টি প্রজাতির উল্লেখ রয়েছে। তিনি জানান, এই চেকলিস্ট ট্যাক্সোনমিস্ট,গবেষক,শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকদের কাছে বিশেষ সহায়ক হবে। চেকলিস্টে বিভিন্ন এলাকায় স্থানীয় এবং বিপন্ন প্রজাতিগুলিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জীববৈচিত্র এবং বিভিন্ন প্রাণী প্রজাতির সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করেন। জেডএসআই-এর অধিকর্তা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায়,বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডক্টর আসিহ এ মাও, কেন্দ্রীয় পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রকের অরণ্য বিভাগের ডায়রেক্টর জেনারেল জিতেন্দ্র কুমার ,কেন্দ্রীয় পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রকের যুগ্ম সচিব নমিতা প্রসাদ প্রমূখ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অতিরিক্ত ডিরেক্টর ডক্টর সি রঘুনাথান সহ অন্যান্য বিজ্ঞানীরা। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসের প্রধান ডক্টর গুরুপদ মন্ডল।

[ আরও পড়ুন : Adamus University: সফল পড়ুয়াদের সম্মান জানাল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়
প্রসঙ্গত উল্লেখ্য , জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পয়লা জুলাই ১৯১৬ এ কলকাতা স্থাপিত হয়। প্রাণী ও জীব বৈচিত্র্য সংক্রান্ত গবেষণা ও তথ্য সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই শতাব্দী প্রাচীন সংস্থা।

[ আরও পড়ুন : C V Ananda Bose: নগরপালকে অপসারণের আর্জি জানিয়ে দিল্লিতে চিঠি রাজ্যপালের

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানীরা ও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অ্যানিম্যাল ডিসকভারিস ২০২৩ এবং প্ল্যান্ট ডিসকভারিস ২০২৩ নামে দুটি তথ্য সম্বলিত বইও প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রাণী বিষয়ক বিভিন্ন নথি প্রকাশ এবং জেডএসআই-এর সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দশটি মউ স্বাক্ষরিত হয়। এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট২০২৪-এর উদ্বোধন করেন। ১ থেকে ৩রা জুলাই পর্যন্ত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা অংশ নেবেন। প্রাণীর প্রজাতি গত শ্রেণীবিন্যাসের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আলোচনায় ৩৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন ।মোট ২১ টি প্লেনারী সেশন ও ১৪২টি ওরাল ও পোস্টার সেশন থাকবে। জীববৈচিত্র্য সংরক্ষণে এই সম্মেলন ভারত সরকারের ভবিষ্যত পরিকল্পনা নির্মাণে সহায়তা করবে।

প্রধানমন্ত্রী ‘এক পের মা কি নাম’ শীর্ষক যে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন,সেই উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে শিশুরা চারা গাছ রোপন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ সরাসরি সম্প্রচার করা হয়।