ad
ad

Breaking News

Nabanna

Nabanna: বিপর্যয়ের আশঙ্কায় বাড়তি সতর্ক প্রশাসন,জেলা শাসকদের তৈরি থাকার নির্দেশ

লাগাতার বৃষ্টিতে কোথাও ধস,কোথাও বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। দুর্যোগের ঘনঘটা বাড়ায় রাজ্যবাসীর আশঙ্কা বেড়েছে।

Extra cautious administration in case of disaster

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk: লাগাতার বৃষ্টিতে কোথাও ধস,কোথাও বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। দুর্যোগের ঘনঘটা বাড়ায় রাজ্যবাসীর আশঙ্কা বেড়েছে। তাই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এল প্রশাসন।নবান্নের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে,প্রয়োজনে মানুষকে সরিয়ে নিয়ে যেতে হবে নিরাপদ জায়গায়। দুর্যোগ কবলিত এলাকার মানুষকে ওষুধ সহ নানা সামগ্রী বন্টনের নির্দেশ দেওয়া হয়েছে।নদী বাঁধে রাখা হচ্ছে বাড়তি নজর।

টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বহু এলাকা। গত কয়েক দিনে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। তার জেরেই এবার জেলাগুলিকে সতর্ক করল নবান্ন।টানা বৃষ্টিপার জন্য দুর্যোগের সৃষ্টি হলে তার  মোকাবিলায় প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, প্রয়োজনে মানুষকে সরিয়ে আনতে হবে নিরাপদ জায়গায়। নবান্ন থেকে জেলা শাসকদের  উদ্দেশ্যে জারি করা নির্দেশে ,জ্বর-টাইফয়েড-ডেঙ্গু সহ নানা রোগ মোকাবিলায়   স্বাস্থ্য কেন্দ্রগুলোকে তৈরি থাকতে বলা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় রাখতে হবে প্রয়োজনীয় ওষুধ। নদী বাঁধের দিকে নজর রাখার জন্য রাজ্য প্রশাসনের তরফে নির্দেশ জারি করা হয়েছে।মুখ্য প্রশাসনিক ভবন থেকে নির্দেশনামায় মূলতঃ জেলাগুলোকে সবধরণের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।কারণ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন থেকে কারণ এখনও রাজ্যে রয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা

রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নবান্নের বিভিন্ন জেলার জেলাশাসকদের। জল জমলে সঙ্গে সঙ্গে তা বের করার জন্য পাম্পের ব্যবহার করতে হবে বলে জানিয়েছে নবান্ন।এর মধ্যে দেখা গেছে,বাঁকুড়া,দুই মেদিনীপুর সহ কিছু জেলায়

[আরও পড়ুনঃ Raghav Chadha: সংসদীয় ক্ষেত্রে ভোটে লড়াই বয়স কমিয়ে ২১ করা হোক, দাবি রাঘব চাড্ডার

লোকালয়ে জল ঢুকে পড়ে। বাড়িঘরেও জল ঢুকে পড়ায় বিপর্যস্ত হয় জনজীবন। নবান্ন সূত্রে জানানো হয়েছে, নদীগুলিতে কোন ব্যারেজ থেকে কত জল ছাড়া হয়েছে, তার খতিয়ান নিতে বলা হয়েছে।জল ছাড়ার পরিমাণ তলিয়ে দেখে  রিপোর্ট দিতে বলা হয়েছে প্রশাসনের কর্তাদের। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে  সরিয়ে আনার কাজ চলছে। এলাকায় এলাকায় গিয়ে সরেজমিনে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। 

[আরও পড়ুনঃ চক্রব্যূহের কথা বলায় ফের কেন্দ্রের চাপে রাহুল, এজেন্সির অপব্যবহারের ছক কষছে কেন্দ্র দাবি রাহুলের