ad
ad

Breaking News

Explosion in Kolkata

আলোর উৎসবের মাঝেই কলকাতায় বিস্ফোরণ, জখম কিশোর

কালীপুজোর মাঝেই কলকাতায় বিস্ফোরণ। বোমাকে বল ভেবে খেলতে বিপদ হয়। ঘটনায় আহত হয় ১কিশোর। বিকট আওয়াজ পেয়ে আসে পাটুলি থানার পুলিশ।

Explosion in Kolkata amid festival of lights, teenager injured

Bangla jago desk: কালীপুজোর মাঝেই কলকাতায় বিস্ফোরণ। বোমাকে বল ভেবে খেলতে বিপদ হয়। ঘটনায় আহত হয় ১কিশোর। বিকট আওয়াজ পেয়ে আসে পাটুলি থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিশোরের অবস্থা আশঙ্কাজনক। কে বা কারা এই বোমা রাখে তার তদন্ত শুরু করেছে পুলিশ। কালীপুজো-দীপাবলীর পর শুক্রবার পালন করা হচ্ছে দিওয়ালী। সেই  উৎসবের আবহে শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ায়। পাটুলির ১১০ নম্বর ওয়ার্ডের আওতাধীন একটি মাঠে ক্রিকেট  খেলতে গেছিল ৩ কিশোর। বল হারিয়ে যাওয়ায় তারা মাঠে সেটিকে খুঁজতে থাকে। মাঠে বড় বড় ঘাস জন্মায় বল খুঁজতে গিয়ে তারা নাকাল হয়।

[আরও পড়ুনঃ নতুন প্রেমের গুঞ্জন সিলমোহর অন্যনার

সেই সময়ে আচমকাই ঘাসের মধ্যে সাদা কাগজ মোড়ানো গোলাকৃতির একটি জিনিস খুঁজে পায় এক কিশোর। সে বল ভেবে ওই জিনিসটিকে হাতে তুলে মাটিতে ফেলতেই বিস্ফোরণ ঘটে। আহত হয় ক্লাস নাইনের ওই ছাত্র। স্থানীয়  মানুষ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাটুলির একটি মাঠে বিকট বিস্ফোরণ হয়।বল ভেবে  বোমাটি খেলতে চায় এক কিশোর। বোমাটি মাঠেই পড়ে ছিল। সেসময় বোমায় হাত পড়ায় জখম হয় এক কিশোর।কিশোর নবম শ্রেণিতে পড়ে। সেই ছাত্র গুরুতর জখম হওয়ায় তাকে উদ্ধারর করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয়রা আরও জানিয়েছেন, কয়েক জন তখন মাঠের দিকেই যাচ্ছিলাম আড্ডা দিতে। হঠাৎ বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। তাঁরা মাঠে গিয়ে দেখেন, ছেলেটির নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। কয়েক জন ওর চোখে-মুখে জল দেয়। তার পরেই ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিক ভাবেই  এলাকায় প্রশ্ন উঠছে, পুজোর মধ্যে কে বা কারা মাঠে বোমা রেখে গেলো ? ঘটনার তদন্তে নেমেছে পাটুলি থানার পুলিশ।বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিও যান। পুলিশ খতিয়ে দেখছে কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে। নাশকতা না অন্যকোনও কারণ তাও পুলিশের স্ক্যানারে রয়েছে।

[আরও পড়ুনঃ আলোর উৎসবে পুড়ল রাজধানী দিল্লি, অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু তিনজনের