চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। আর্থিক বেনিয়ম মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। তাই প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়ে দিয়েছে বিষয়টি হাইকোর্টের বিচারাধীন, এই মুহুর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই। সুপ্রিমকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি।
৯সেপ্টেম্বর চিকিৎসক খুনও নির্যাতনের শুনানি হবে শীর্ষ আদালতে। সেদিন ভার্চুয়ালি সঞ্জয় রায়কে শুনানিতে হাজির করা হবে। আরজি করের আর্থিক বেনিয়মের মামলায় সুপ্রিমকোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। তাঁর আবেদনে সাড়াই দিল না শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্ট আর্থিক অনিয়মের কিনারায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে যান সন্দীপ ঘোষ। সেই মামলায় হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে,’এই মুহূর্তে হাইকোর্টে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই’।
ফলে হাইকোর্টে এই মামলার শুনানি চলবে। এরমাঝে সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে বেশকিছু চা়ঞ্চল্যকর তথ্য পেয়েছে। যার ভিত্তিতে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের জেরা করা হচ্ছে। মেডিক্যাল বর্জ্য বেচাকেনা থেকে ওষুধের বেআইনি কারবারের যে অভিযোগ উঠেছে তাই নিয়ে সিবিআইয়ের মতো ইডিও তদন্ত করছে।
দুই সংস্থাই সন্দীপ ঘোষের দেওয়া তথ্য খতিয়ে দেখছে। কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছে সন্দীপ ও সন্দীপ ঘনিষ্ঠরা। এরমধ্যে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে জেরা করে তথ্য আদায়ের চেষ্টা চলছে।তার সঙ্গে সন্দীপ ঘোষের কী কী লেনদেন হত ? এই মেডিক্যাল বর্জ্য বেচাকেনার চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই।