চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে ৮ দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩থেকে ১৬এবং ২০থকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট লাইনের মেট্রো পরিষেবা। ফলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটের মেট্রোযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে।গণ-পরিবহণের এই দ্রুততম মাধ্যম বন্ধ থাকায় বিকল্প কোনও মাধ্যম বেছে নিতে হবে যাত্রীদের।
টানেলিংয়ের কাজের জন্য ফেব্রুয়ারিতে টানা ৮দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। যারজন্য সেইসময়ে যাত্রীদের সড়কপথেই গন্তব্যে পৌঁছাতে হবে। বলা যায়, কলকাতার লাইফলাইন হল এই মেট্রো। প্রতিদিন কয়েক হাজার মানুষ মেট্রোয় যাতায়াত করেন। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ায় বিশেষ সুবিধা হয়েছে চাকরিজীবীদের। কারণ, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পৌঁছনো এখন সহজ।
এদিকে মেট্রো এসপ্ল্য়ানেড থেকে মুহূর্তে পৌঁছে দেয় হাওড়ায়। এই দুটি লাইনেই এতগুলো দিন পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যার আশঙ্কায় যাত্রীরা। মেট্রোর কাজের জন্য দ্রুততম পরিষেবায় ছন্দপতন হওয়ায় বিকল্প কোনও যানই এই কদিন ভরসা করতে হবে যাত্রীদের। কোন কোন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, তা দেখে নেওয়া যাক।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত টানা পরিষেবা চালুর জন্যে সিগনাল ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন। এখন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এবং ধর্মতলা থেকে হাওড়া ময়দান রুটে দু’টি ভিন্ন সিগনাল ব্যবস্থায় মেট্রো চলছে। এই আবহে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি, ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মেট্রো না চালিয়ে সিগনালিং ব্যবস্থা নিয়ে কাজ চালাবে মেট্রো কর্তৃপক্ষ। এরপর শনি-রবিবার পরিষেবা বন্ধ রেখে কাজ করা হতে পারে বলে জানা গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।