ad
ad

Breaking News

ছটপুজো

ছট পুজো নিয়ে আলোচনা মন্ত্রীসভার বৈঠকে, মোতায়ন করা হবে প্রায় ৪ হাজার পুলিশ কর্মী

Bangla Jago TV Desk : বাংলায় চলছে উৎসবের মরশুম। একেরপর এক গিয়েছে দুর্গাপুজো, কালীপুজো। এবার ছটপুজো উপলক্ষে সেজে উঠছে তিলোত্তমা। এবার এই নিয়ে রীতিমত শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখতে তোড়জোড় শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। শধু তাই নয় এই বিষয়ে বিস্তর আলোচনা হয়ে গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সাথেই আলোচনা হয়েছে জগদ্ধাত্রী পুজো নিয়ে। জানা যাচ্ছে ছট […]

Bangla Jago TV Desk : বাংলায় চলছে উৎসবের মরশুম। একেরপর এক গিয়েছে দুর্গাপুজো, কালীপুজো। এবার ছটপুজো উপলক্ষে সেজে উঠছে তিলোত্তমা। এবার এই নিয়ে রীতিমত শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখতে তোড়জোড় শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। শধু তাই নয় এই বিষয়ে বিস্তর আলোচনা হয়ে গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সাথেই আলোচনা হয়েছে জগদ্ধাত্রী পুজো নিয়ে। জানা যাচ্ছে ছট পুজো উপলক্ষে এই দিন শহরের অতিরিক্ত প্রায় ৪ হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করা হবে।

এছাড়াও দ্বায়িত্বে থাকবেন ৩৫ ডিসি পদমর্যাদার পুলিশ কর্তারা। সূত্রের খবর, এবার শহরের স্থায়ী এবং অস্থায়ী পুকুর এবং গঙ্গার ঘাট মিলিয়ে ১৩০ জায়গায় ছট পুজোর আয়োজন হচ্ছে। যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭৭ ঘাটে মজুত থাকবে বিপর্যয় মোকাবিলা দল। সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে ছট পুজো না হলেও দু’জায়গাতেই ২ জন ডিসি পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। আবার তাঁদের অধীনে থাকবেন ২৫০ জন করে। দু’জায়গাতে মোট ৫০০ ফোর্স মোতায়ন থাকবে বলে জানা যাচ্ছে।

এছাড়াও ছট পুজো উপলক্ষে পরিষ্কার রাখতে হবে সমস্ত ঘাট । থাকবে পর্যাপ্ত লাইট কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে। পুলিশও তৎপর থাকবে দুর্ঘটনা এড়াতে। মন্ত্রিসভার বৈঠকেও এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে জগদ্ধাত্রী পুজোতে যাতে কোনও সমস্যা না হয় সে কারণে মন্ত্রীদের জেলায় জেলায় নজর রাখতে বলা হয়েছে বলে খবর।

 

FREE ACCESS