ad
ad

Breaking News

Durgapur Case

Durgapur Case: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড এবার আদালতের দোরগোড়ায়! হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

এই ঘটনায় বিচার চেয়ে এবং প্রশাসনিক পদক্ষেপের উপর নজরদারির আর্জি জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

Durgapur Case Reaches Kolkata High Court

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনা এবার কলকাতা হাইকোর্টের বিচারাধীন। এই চাঞ্চল্যকর ঘটনায় বিচার চেয়ে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে এবং বিচারপতি শম্পা সরকার মঙ্গলবার মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। খবর অনুযায়ী, আগামী ১৬ তারিখ এই জনস্বার্থ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, এই ঘটনার জেরে ক্যাম্পাসের পরিবেশ ও অন্যান্য পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, এই ঘটনার কারণে তাদের প্রতিষ্ঠানের দিকে আক্রমণ ধেয়ে আসছে, যার ফলে অন্যান্য শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশেষত, কলেজে পরীক্ষা চলার কারণে কর্তৃপক্ষ উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছে, যাতে ক্যাম্পাসের আশেপাশে জনতার ভিড় নিয়ন্ত্রণে থাকে এবং শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ বজায় থাকে (Durgapur Case)।

আরও পড়ুনঃ Smoking Addiction: কলকাতাই দেশের ‘ধূমপায়ী রাজধানী’! স্বাস্থ্য সমীক্ষায় চাঞ্চল্য

অন্যদিকে, নিউ টাউনশিপ থানার পুলিশ এই ঘটনায় যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত চালিয়ে যাচ্ছে। ধৃত অভিযুক্তদের নিয়ে মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের তোড়জোড় চলছে। তদন্তকারী সংস্থাগুলি ঘটনার সঠিক ক্রম ও পরিস্থিতি বোঝার জন্য ঘটনাস্থলে অভিযুক্তদের নিয়ে যায়। এই ঘটনায় আটক করা হয়েছে নির্যাতিতার এক সহপাঠীকেও। জানা যাচ্ছে, পুলিশ এদিন ওই সহপাঠীকে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে, যাতে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়। গত শুক্রবার, ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওড়িশার বাসিন্দা এবং ওই বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাত আটটা নাগাদ এক বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে খাবার কিনতে গিয়েছিলেন। অভিযোগ, পরাণগঞ্জের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় (Durgapur Case)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ ও ছাত্র সমাজ। ঘটনার গুরুত্বের নিরিখে পুলিশ দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার এবং কঠোর শাস্তির আশ্বাস দেয়। তদন্তের স্বার্থে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা পরাণগঞ্জের জঙ্গল এলাকা (Durgapur Case)।