ad
ad

Breaking News

Draupadi Murmu

রাষ্ট্রপতি ভবনে বিশেষ চা চক্র, বাংলার ৪২ সাংসদকে আমন্ত্রণ দ্রৌপদী মুর্মুর

এই চা চক্রে তৃণমূলের ২৯, বিজেপির ১২ এবং কংগ্রেসের একমাত্র সাংসদ আমন্ত্রণ পেয়েছেন।

Draupadi Murmu invites 42 Bengal MPs to special tea ceremony at Rashtrapati Bhavan

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বাংলার ৪২ জন সাংসদের জন্য রাষ্ট্রপতি ভবনে বিশেষ প্রভাতী চা চক্রের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাইসিনা হিলসে এই চা চক্র অনুষ্ঠিত হবে। এই চা চক্রে তৃণমূলের ২৯, বিজেপির ১২ এবং কংগ্রেসের একমাত্র সাংসদ আমন্ত্রণ পেয়েছেন। সাধারণত বিভিন্ন রাজ্যের সাংসদদের রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানানো হয়, তবে এটি প্রথমবার, যখন বাংলার সমস্ত সাংসদ একসঙ্গে আমন্ত্রিত হলেন।

এর আগে আলাদাভাবে বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন বাংলার সাংসদরা। তবে এবার সকলকে একসঙ্গে আমন্ত্রণ জানানোয় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনও রাজনৈতিক দল এই আমন্ত্রণ নিয়ে কোনও মন্তব্য করেনি।

শুক্রবারের এই চা চক্র শুধু সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক বার্তা আছে, তা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। তবে আপাতত সাংসদরা রাষ্ট্রপতির নিমন্ত্রণ পেয়ে খুশি এবং সকলে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।