ad
ad

Breaking News

Regent Park

রিজেন্ট পার্ক ডাকাতিকাণ্ডে নাটকীয় মোড়! গ্রেফতার খোদ অভিযোগকারিণী

এ যেন এক আস্ত সিনেমা! রিজেন্ট পার্ক ডাকাতিকাণ্ডে এবার পুলিশের জালে মূল অভিযোগকারিণী সোনালী বিশ্বাস।

Dramatic twist in Regent's Park robbery case! Complainant herself arrested

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk: এ যেন এক আস্ত সিনেমা! রিজেন্ট পার্ক ডাকাতিকাণ্ডে এবার পুলিশের জালে মূল অভিযোগকারিণী সোনালী বিশ্বাস। সূত্রের খবর, বিগত মাসগুলিতে বিস্তর পরিকল্পনার ছক কষা চলছিল। অনেকটা এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না! খবর অনুয়ায়ী, তাঁর এক আত্মীয়কেও গ্রেফতার করেছে পুলিশ। আগামী বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে।

এর আগে, বাড়িতে ডাকাতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই অভিযোগকারিণী তাঁর দাবি ছিল, সোমবার রাতে তাঁর ঘর থেকে সোনার গয়না লুঠ হয়েছে। এরপরই তদন্তে নামে রিজেন্ট পার্ক থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযোগকারিণী বহুদিন আগেই ওই গয়নাগুলি বেঁচে দিয়েছিলেন। আর তারপরেই লুঠের ঘটনার পরিকল্পনার সূত্রপাত বলে অনুমান পুলিশের।

মঙ্গলবার সকালে ওই মহিলাকে আটক করে পুলিশ। চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। এরপরেই, পুলিশকর্তাদের সন্দেহ হয় পুরো ঘটনাটিই আদতে সাজানো। পুলিশ সূত্রে খবর, মহিলার বয়ানেও একাধিক অসঙ্গতি রয়েছে। পরে জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেন ওই অভিযোগকারিণী। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। সঙ্গে গ্রেফতার করা হয় তাঁর এক আত্মীয় কেও। ধৃতের নাম, রাজা নাগ। এবার, তাঁরা দুজনে মিলে কোথায় কোথায় গয়নাগুলি বিক্রি করেন তাঁর খোঁজ চলছে।

রিজেন্ট পার্ক থানা এলাকার রানিকুঠি মোড়ে বাড়ি সোনালী বিশ্বাসের। অভিযোগ, মহিলার হাত বেঁধে তাঁকে অজ্ঞান করে পালায় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে। তাতে পুলিশ দেখে সোমবার ওই সময়ে বাইরের কেউই ওই আবাসনে ঢোকেনি। তাছাড়া, ওই মহিলার বয়ানেও অসঙ্গতি থাকায় তাঁকে অচিরেই আটক ও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতে করেই উঠে আসে এই কাণ্ড!