গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: হতে পারে দুর্যোগ! বেশ কয়েকদিন ধরে তেমনই খবর মিলছে হাওয়া অফিসের তরফ থেকে। বঙ্গে ফের বৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)।
আরও পড়ুনঃ আজকের রাশিফল: মেষের নতুন উদ্যোগ, বৃষের স্বাস্থ্য উন্নতি, আর কী আছে আপনার জন্য?
হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলার ৬ টি জেলায় অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শনিবার থেকে মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা আছে। এছাড়াও, রবিবার এই ৩ জেলায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (Weather Alert)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
অপরদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও শনিবার ও রবিবার বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ৩ জেলাতেও। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তেমনভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। (Weather Alert)
তবে স্বস্তির খবর এই যে, সোমবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। কলকাতায় শহরেও আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কম থাকতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। (Weather Alert)