চিত্র: সংগৃহীত
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে বঙ্গ রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip-Samik)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তাঁকে হজম করতে হয়েছিল দলের কটাক্ষ। শুধু তাই নয়, এর জন্য তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা থেকে বাদ পর্যন্ত পড়তে হয়েছিল। যদিও দলের সঙ্গে বেশ কিছুদিন ধরে দূরত্ব বাড়ছে দিলীপ ঘোষের। মনে করা হচ্ছে যে শীঘ্রই হয়তো তিনি পদ্ম ফুলের পতাকা ছেড়ে ঘাসফুলের পতাকা ধরতে পারেন।
[আরও পড়ুন: Nurse Death: স্বামীকে খুঁজতে বেরিয়ে রহস্যমৃত্যু! মহেশতলায় নার্সের দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা ?]
এই পরিস্থিতিতে দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজের অবস্থান জানান। তিনি বলেন, “দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। ওনাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা দল নেবে। দল যেখানে মনে করবে দিলীপ ঘোষকে কাজে লাগানোর, সেখানেই উনি যাবেন। উনি তো কোন বিক্রি করার পণ্য নন। কোথাও যাবেন না উনি। যেতেও পারবেন না (Dilip-Samik)।”
[আরও পড়ুন: কেমন আছেন কসবা কাণ্ডের নির্যাতিতা? জানাল পরিবার]
প্রসঙ্গত, এর আগে বহুবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিমানের সুর সোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। তিনি যা বক্তব্য রেখেছিলেন, বা বলা ভাল এখনও রেখে চলেছেন, তাতে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে যত দিন যাচ্ছে, ততই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে প্রাক্তন সাংসদের। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে শমীক ভট্টাচার্য যাই বলুক না কেন, আজ নয় কাল, তৃণমূল কংগ্রেস পতাকা ঠিকই ধরবেন দিলীপ ঘোষ। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত তিনি কি করেন। গেরুয়া শিবিরাই থাকবেন নাকি ঘাসফুল শিবিরে যোগ দেবেন, সেটাই এখন দেখার (Dilip-Samik)।