ছবি : সংগৃহীত
Bangla Jago Desk: আবারও বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। ক্ষীর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল এই বিজেপি নেতার। মঙ্গলবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের পথে হাঁটছে। আরেকটা বাংলাদেশ তৈরি হতে চলেছে। হিন্দুশূন্য হয়ে যাচ্ছে একাধিক গ্রাম। তাই রাষ্ট্রপতি শাসন একমাত্র পথ।
আবারও রাষ্ট্রপতি শাসনের দাবি দিলীপের, আর কী বললেন বিজেপি নেতা? দেখুন ভিডিয়ো pic.twitter.com/u5QlT6IHnM
— Bangla Jago Tv (@BanglaJagotv) April 15, 2025
বিজেপির প্ররোচনা লাগাতার চলছে। এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভুয়ো ছবি পোস্ট করে রাজ্যের অশান্তি বলে চালানোর চেষ্টা করেছিলেন। পরবর্তীতে যখন ধরা পড়ে গেলেন সোশ্যাল মিডিয়া থেকে সেই ছবি তুলে নেন। এই নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপিকে। সাধারণ মানুষের মধ্যে ভয়-ভীতি প্রদর্শন করে রাজ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে বিরোধীরা এই অভিযোগ তৃণমূলের।
যখন এই নিয়ে চাপানউতোরতুন চলছে, মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে অশান্ত হয়ে উঠেছে বাংলার একাংশ সেই সময় প্ররোচনা বজায় রেখেছেন বিজেপি নেতারা। তার মধ্যে দিলীপ ঘোষ আবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন। সোমবার কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন করেন। সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। আইন হাতে তুলে না নেওয়ার আবেদন রাখে। প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেন। তবে অন্য দিক থেকে বজায় রয়েছে প্ররোচনা। বজায় রয়েছে বাংলাকে অশান্ত করার রাজনৈতিক ষড়যন্ত্র। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।