ad
ad

Breaking News

রাজ্যপাল সিভি আনন্দ বোস

গণ-আন্দোলনের চাপে নড়েচড়ে বসলেন রাজ্যপাল! বকেয়া চেয়ে দিল্লিকে চিঠি

Bangla Jago Desk: ১০০ দিনের কাজে ভুক্তভোগীদের টাকা মিটিয়ে দেওয়া উচিত। শ্রম দিয়ে টাকা না পেয়ে বাংলার মানুষ ভুল বুঝছে। কেন্দ্রের কাছে এই বিশেষ বার্তা পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর এই ভূমিকাকে সদর্থক বলছেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের জোড়া বিলে স্বাক্ষর করার পর বাংলার হয়ে কেন্দ্রের কাছে তদ্বিরে কী রাজ্য-রাজ্যপালের সংঘাতের দাঁড়ি পড়বে? এই […]

Bangla Jago Desk: ১০০ দিনের কাজে ভুক্তভোগীদের টাকা মিটিয়ে দেওয়া উচিত। শ্রম দিয়ে টাকা না পেয়ে বাংলার মানুষ ভুল বুঝছে। কেন্দ্রের কাছে এই বিশেষ বার্তা পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর এই ভূমিকাকে সদর্থক বলছেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের জোড়া বিলে স্বাক্ষর করার পর বাংলার হয়ে কেন্দ্রের কাছে তদ্বিরে কী রাজ্য-রাজ্যপালের সংঘাতের দাঁড়ি পড়বে? এই জল্পনা জোরদার হচ্ছে। এবিষয়ে  তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, ওয়েট এণ্ড ওয়াচ…

একমাস-দুমাস নয়, ৭মাস টাকা  না মেলায় অর্থ-সঙ্কটে জর্জরিত বাংলার ২১ লক্ষ ৭৫ হাজারের বেশি শ্রমিক। বাংলার শ্রমিক-খেটে খাওয়া মানুষের অভিযোগ, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ-গুজরাটে জবকার্ড দুর্নীতি হলেও টাকা পায়, আর বাংলা স্বচ্ছ তালিকা দিলেও উপেক্ষিত থাকে। তাই দিল্লির বঞ্চনা ও রাজনৈতিক অভিসন্ধির বিরুদ্ধে দিল্লিতেই গণ-অবস্থানে বসেন এরাজ্যের জবকার্ড হোল্ডাররা। অভিযোগ ওঠে, রাজশক্তির জোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আন্দোলনকারীদের হঠিয়ে দেয় কেন্দ্রের সরকার। এরপর সাড়া না পেয়ে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের দরবারে লাগাতার অবস্থানে সামিল হন হাজার হাজার বঞ্চিত মানুষ।

বাংলার সঙ্কটাপন্ন মানুষদের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। আন্দোলনের ঝাঁঝ বাড়ায় সুর নরম করেন রাজ্যপাল। উত্তরবঙ্গে সফরে গিয়ে দার্জিলিংয়ে ডেকে পাঠান আন্দোলনকারীদের। ডাক পেয়ে যান ৩ জনের তৃণমূলের প্রতিনিধি দল। তারপর রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায়  ফিরলে, ৯অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবিপত্র সহ ৩০ জনের প্রতিনিধিদলকে নিয়ে বিকেল ৪টে নাগাদ রাজভবনে যান। রাজ্যপাল ২৪ ঘন্টার মধ্যে তৎপর হওয়ার কথা দেওয়ায় তৃণমূল কংগ্রেস অবস্থান প্রত্যাহার করে নেয়। সেইমতো রাজ্যপাল দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেন। রাজ্যপাল ফিরে আসার পর ৭ দিন কেটে গিয়েছে, কিন্তু বাংলার বকেয়া নিয়ে রা কাড়েননি বিজেপি সরকার। এবার বাংলার মানুষের দাবির প্রতি সহমত প্রকাশ করে কেন্দ্রের কাছে বার্তা পাঠালেন রাজ্যপাল সিভিআনন্দ বোস। চিঠিতে রাজ্যপাল যা উল্লেখ করেছেন, তার মূল প্রতিপাদ্য বিষয় হল.

বাংলার ১০০দিনের ভুক্তভোগীদের পাওনা মিটিয়ে দিক কেন্দ্র। বাংলার বিপুল সংখ্যক মানুষ পাওনার অপেক্ষায় রয়েছেন। বিলম্ব না করে বাংলার মানুষের টাকা মিটিয়ে দেওয়া উচিত, না হলে শ্রমিকরা এতে ভুল বুঝবে। শ্রম দিয়েও দীর্ঘদিন মজুরি না মেলায় বাড়ছে ক্ষোভ। ১০০দিনের কাজে বাংলা পায় ৭ হাজার কোট টাকা। কেন্দ্রের কাছে রাজ্য  পায় ১লক্ষ ১৫ হাজার কোটি টাকা। এখন রাজ্যপালের এই ইতিবাচক পদক্ষেপে কেন্দ্র সাড়া দেয় কিনা তাই দেখার বিষয়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে ১নভেম্বর থেকে গণ-আন্দোলন জোরদার করবে তাঁরা। সেই বাংলার বকেয়া আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Free Access