ad
ad

Breaking News

Cop Pulls Rickshaw

Cop Pulls Rickshaw: রিকশা টানছেন পুলিশকর্মী, উল্ট রথে মানবিক মুখ কলকাতায়

এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল উত্তর কলকাতায়।

Cop Pulls Rickshaw on Ulto Rath

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: মানুষ বড়ো কাঁদছে। তুমি মানুষ হয়ে তাঁর পাশে এসে দাঁড়াও। মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য না লাগে কোটি কোটি টাকা, না দরকার পড়ে হাজার হাজার ফলোয়ারের। শুধু চাই একটু মানুষের মতো অনুভূতি। ঠিক তেমনই একজন মানুষ বাপন দাস। কী করেছেন তিনি? আসুন বলি তাঁর গল্প। উল্ট রথ মানেই মহাপ্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ঘরে ফেরার পালা। যেখানে অধিকাংশ মানুষ আজ ভিড় করছেন শোভাযাত্রায়, রথ টানার আনন্দে মেতে উঠেছেন সেখানে এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল উত্তর কলকাতায়। সেখানে রথের রশি না ধরে ১২ জন সাধারণ মানুষকে দফায় দফায় নিজের টানা রিকশায় বসিয়ে টানলেন এক পুলিশকর্মী- সঙ্গে দিলেন মিষ্টি। হাতে ধরালেন নতুন গামছা এবং অর্থসাহায্য (Cop Pulls Rickshaw)।

আরও পড়ুনঃ Dev: শুটিং শুরু ‘প্রজাপতি ২’-এর, ছবির মহরতের একগুচ্ছ ছবি শেয়ার দেবের

এই অভিনব ভাবনার নেপথ্যে রয়েছেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক মানবিক মুখ- বাপন দাস। বহুদিন ধরেই তিনি পরিচিত সমাজসেবী হিসেবে। শুধু সরকারি দায়িত্বই নয়, ব্যক্তিগত উদ্যোগেও তিনি মানুষের পাশে দাঁড়ান। কোভিড পরিস্থিতিতে মানুষ যখন বিপন্ন, তখনও বাপনবাবু সামনে এসে মানুষের জন্য খাবার, ওষুধ, চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। বহু পড়ুয়াকে দিয়েছেন নতুন বই ও খাতা। তিনি বিধাননগর সোশ্যাল সোসাইটি নামে একটি সংস্থার কর্নধার যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ও তাঁর সহযোগীরা (Cop Pulls Rickshaw)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

শনিবার উল্ট রথের তাঁর এই নতুন ভাবনা যেন আরও একবার প্রমান করে দিল মানুষের জন্য সত্যিকারের রথ টানা শুধু রশিতে নয়, অন্তর থেকে তা করতে হয়। এই শহরে যেখানে পুলিশ মানেই অনেকের চোখে কড়াকড়ি, রুটিন দায়িত্ব সেখানে বাপন দাস হয়ে উঠলেন এক মানবিক চেহারা। তিনি দেখিয়ে দিলেন কর্তব্য মানে শুধু আইন রক্ষা নয়- সমাজের প্রতি দায়িত্ববোধও বটে। উল্ট রথের দিন এই উল্ট ভাবনা অনেকের মন ছুঁয়ে গেল (Cop Pulls Rickshaw)।