নিজস্ব চিত্র
Bangla Jago Desk: ভোটার লিস্টে কারচুপি, ভুতুড়ে ভোটার সহ একাধিক বিষয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। এই নিয়ে প্রথম সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বেশ কিছুদিন আগেই ভোটার লিস্টে কারচুপির কথা তুলে ধরেন।
সেইসঙ্গে কংগ্রেস নেতা দাবি তোলেন, মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা নির্বাচনে অতিরিক্ত ভোটার বাড়িয়ে ভোটার লিস্টে করছুপি করে জিতেছে বিজেপি। এই আবহে ভূতুড়ে ভোটার ইস্যুকে হাতিয়ার করে পথে নামল কংগ্রেস। বৃহস্পতিবার গোপালনগর মোড়ে সার্ভে বিল্ডিংয়ে ডিস্ট্রিক্ট নির্বাচন দপ্তরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়।
আরও পড়ুনঃ বিএসএফের জালে দুই পাচারকারী, উদ্ধার লক্ষ লক্ষ টাকার সোনা-রুপো
এদিনের প্রতিবাদে মূল দাবি তোলা হয়েছে, ভুতুড়ে ভোটার,অন্য রাজ্যের ভোটার এবং বাংলার ভোটার একই এপিক নম্বরে হয় কী করে? পঞ্জাব ,হরিয়ানা থেকে ভুতুড়ে ভোটার বাংলায় ঢুকলো কী করে? সারা বাংলার মানুষ মহারাষ্ট্র, হরিয়ানা,দিল্লির মত বাংলায় ভোটার লিস্টে জালিয়াতি চক্রান্ত চলছে। গণতন্ত্র ও সংবিধান কে রক্ষা করতে ভোটার লিস্টে কারচুপি কেনো? একথায় বলা যায়, বাংলার মুখ্যমন্ত্রী সরব হতেই পথে নামল কংগ্রেস নেতৃত্ব।