ad
ad

Breaking News

রাজ্যপাল

রাজ্যপালের জোড়া চিঠি বিতর্কের যবনিকা পতন! সৌজন্যে মুখ্যমন্ত্রী

Bangla Jago Tv Desk: মধ্যরাতে রাজ্যপালের জোড়া ‘গোপন চিঠি’ নিয়ে এখনও চর্চা অব্যাহত। নবান্ন ও দিল্লিতে যে দুটি খামবন্দি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল, সেই চিঠির বিষয়বস্তু নিয়ে কৌতূহল তুঙ্গে। দু’দিন হয়ে গেলেও এখন চিঠির বিষয়বস্তু সামনে আসেনি। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে কী লেখা আছে সে সম্পর্কে জানতে চাওয়া হলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, ‘মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন। […]

Mamata Banerjee: %%title%% %%page%% %%sep%% %%sitename%%

New West Bengal Governor C V Ananda Bose exchanges greetings with Chief Minister Mamata Banerjee during his swearing-in ceremony, at Raj Bhawan in Kolkata, Wednesday, Nov. 23, 2022. Photo: PTI

Bangla Jago Tv Desk: মধ্যরাতে রাজ্যপালের জোড়া ‘গোপন চিঠি’ নিয়ে এখনও চর্চা অব্যাহত। নবান্ন ও দিল্লিতে যে দুটি খামবন্দি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল, সেই চিঠির বিষয়বস্তু নিয়ে কৌতূহল তুঙ্গে। দু’দিন হয়ে গেলেও এখন চিঠির বিষয়বস্তু সামনে আসেনি। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে কী লেখা আছে সে সম্পর্কে জানতে চাওয়া হলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, ‘মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন। এখন তাঁকে টেনশন দিতে চাই না। তিনি ফিরে এলে আলোচনা করা যাবে। ১২ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফিরবেন আগামী ২৩ তারিখ। তারপরই কি গোপন চিঠির বিষয় প্রকাশ্যে আসবে? এদিন রাজ্যপাল সে সম্পর্কে কিছুই বলেননি।

জোড়া চিঠির পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু X প্ল্যাটফর্মে নাম না করে ‘ভ্যাম্পায়ার’ বলে উল্লেখ করেছিলেন। যা নিয়ে বাকযুদ্ধ চরম আকার নেয়। ব্রাত্য বসুর টুইট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে রাজ্যপাল জানান, ব্রাত্য বসু জুনিয়র অ্যাপয়ন্টি। ওঁর কথার জবাব দিই না। রাজ্যপালের পাঠানো চিঠিতে কী আছে এদিন সেই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেই প্রসঙ্গে সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্পেন সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। সেই সংঘাত আরও বেড়েছে রাজ্যপালের জোড়া চিঠি নিয়ে। পাল্টা শিক্ষামন্ত্রীর আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন আবহে বিদেশ সফরে যেতে চলা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী ফিরে এলেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।