ad
ad

Breaking News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

স্পেন সফরে খোশমেজাজে মুখ্যমন্ত্রী  প্রথমদিন লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

Bangla Jago Desk: ১১ দিনের সফরে বুধবার স্পেন পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে তাঁর কর্মসূচি শুরু হয়েছে। সন্ধ্যায় লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠকের আগে দিনভর বেশ খোশমেজাজে দেখা গেল। মাদ্রিদের রাস্তায় দ্রুতলয়ে হাঁটতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। স্থানীয় এক সঙ্গীতশিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাজান তিনি। ‘আমরা করব জয়’ গানের সুর তুলে বার্তা দেন […]

Bangla Jago Desk: ১১ দিনের সফরে বুধবার স্পেন পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে তাঁর কর্মসূচি শুরু হয়েছে। সন্ধ্যায় লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠকের আগে দিনভর বেশ খোশমেজাজে দেখা গেল। মাদ্রিদের রাস্তায় দ্রুতলয়ে হাঁটতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। স্থানীয় এক সঙ্গীতশিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাজান তিনি। ‘আমরা করব জয়’ গানের সুর তুলে বার্তা দেন শিল্প জয় করতেই তিনি স্পেন সফরে এসেছেন। মুখ্যমন্ত্রীকে এমন ভাবে বাজাতে দেখে আপ্লুত হয়ে পড়েন ওই শিল্পী।

স্পেন সফরে বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক ছিল।  ফুটবলের দেশ স্পেনে। বাংলাও ফুটবল পাগল একটি রাজ্য। একইসঙ্গে বাংলায় যে বই বাজার আছে, তা বিশ্বে আর কোথাও নেই। বই আর ফুটবলকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। স্পেনে লগ্নি সফরে নতুন পথের সন্ধান দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বাণিজ্যের পরিধি আরও বাড়িয়ে নিয়েছেন। প্রকাশনা এবং আধুনিক ক্রীড়াকেও বাণিজ্যের আওতায় নিয়ে এলেন তিনি। মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলার ফুটবলের উন্নয়নে একটি মউ স্বাক্ষর হবে।

লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কলকাতার তিন প্রধানের কর্তার সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। লন্ডন থেকে ইতিমধ্যেই মাদ্রিদে পৌঁছে গিয়েছেন সৌরভ। ২০১৬ সালে দিল্লিতে এসেছিলেন তেজেভ। লা লিগার দিল্লির দফতর উদ্বোধন করেছিলেন। ভারতের বাজার ধরতে চেয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে মমতার বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। পরদিন শুক্রবার দুপুরে মাদ্রিদে বাণিজ্য শীর্ষবৈঠক আছে। যোগ দেবেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনের বাণিজ্য মহলের বৈঠকের পাশাপাশি শিল্পপতিদের সঙ্গে আরও বিভিন্ন বৈঠক চলতে থাকবে। মুখ্যমন্ত্রীর এই সফরের ইতিবাচক প্রভাব পড়বে আগামী বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। তাই মুখ্যমন্ত্রীর এই শিল্প সফর সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের কাছে।