ad
ad

Breaking News

airplane

Airplane: বিমানে চাকরির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৫

বিমান সংস্থায় চাকরির টোপ দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা হাতায় দুষ্ট চক্র। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তরা চাকরির কথা তুলে ধরতো।

Cheating by dreaming of a job in an airplane

ছবিঃ নিজস্ব

Bangla Jago desk: বিমান সংস্থায় চাকরির টোপ দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা হাতায় দুষ্ট চক্র। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তরা চাকরির কথা তুলে ধরতো। আন্তঃরাজ্য সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস হল।ইকোপার্ক থানার পুলিশ গ্রেফতার করেছে ৫জনকে।চাকরিপ্রার্থীদের কিভাবে তাঁরা ফাঁদে ফেলতো ? চক্রের জাল কোন কোন রাজ্য ছড়িয়ে রয়েছে,সবটাই এখন তদন্তকারীদের স্ক্যানারে।

ডিজিটাল যুগে প্রতারণার জাল ছড়ানোর বড় সুবিধা হয়েছে।তাই সাইবার প্রতারণার জাল ছিঁড়তে লালবাজারের মতোই রাজ্যপুলিশও বাঁধন শক্ত করেছে।যখন তখন হানা দিয়ে ঠগবাজদের ধরে আনছে।যারজন্য রাজ্যে জামতারা গ্যাং সহ আন্তঃরাজ্য প্রতারণা চক্রের শিকড় দুর্বল হয়েছে।এবার নিউটাউন থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করল ৫ অভিযুক্তকে। কিভাবে প্রতারণার ছক কষে দুষ্কৃতীরা ? কাঁদের টার্গেট করত অভিযুক্তরা ? সেইসবের প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।জানা গেছে, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে জালিয়াতরা অফিস খোলে নিউটাউনে।আকাঙ্খামোড়ে ঝাঁচকচকে অফিস দেখলে আপনি টের পাবেন না যে সেখানে এই দুষ্কর্ম করা হত।

[আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে রাস্তা সারায়ের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়ারা

বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে   চক্রের পাঁচ  কীর্তিমানকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানা পুলিশ। মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হতো। ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্র এর সাথে আর কারা যুক্ত তা তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিশ।কিছু চুক্তিপত্র পুলিশের হাতে এসেছে।রাজ্যের আইনের রক্ষকরা আইনশৃঙ্খলা রক্ষায় সজাগ থাকার পাশাপাশি সাইবার প্রতারণার ঘটনা শূন্যে নামিয়ে আনতে যে বদ্ধপরিকর তা পুলিশ কর্তারা স্পষ্ট করে দিয়েছেন।

[আরও পড়ুনঃ BSE-listed companies: তালিকাভুক্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ প্রথমবারের মতো $5.5 ট্রিলিয়ন অতিক্রম করেছে