ছবিঃ নিজস্ব
Bangla Jago desk: বিমান সংস্থায় চাকরির টোপ দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা হাতায় দুষ্ট চক্র। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তরা চাকরির কথা তুলে ধরতো। আন্তঃরাজ্য সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস হল।ইকোপার্ক থানার পুলিশ গ্রেফতার করেছে ৫জনকে।চাকরিপ্রার্থীদের কিভাবে তাঁরা ফাঁদে ফেলতো ? চক্রের জাল কোন কোন রাজ্য ছড়িয়ে রয়েছে,সবটাই এখন তদন্তকারীদের স্ক্যানারে।
ডিজিটাল যুগে প্রতারণার জাল ছড়ানোর বড় সুবিধা হয়েছে।তাই সাইবার প্রতারণার জাল ছিঁড়তে লালবাজারের মতোই রাজ্যপুলিশও বাঁধন শক্ত করেছে।যখন তখন হানা দিয়ে ঠগবাজদের ধরে আনছে।যারজন্য রাজ্যে জামতারা গ্যাং সহ আন্তঃরাজ্য প্রতারণা চক্রের শিকড় দুর্বল হয়েছে।এবার নিউটাউন থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করল ৫ অভিযুক্তকে। কিভাবে প্রতারণার ছক কষে দুষ্কৃতীরা ? কাঁদের টার্গেট করত অভিযুক্তরা ? সেইসবের প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।জানা গেছে, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে জালিয়াতরা অফিস খোলে নিউটাউনে।আকাঙ্খামোড়ে ঝাঁচকচকে অফিস দেখলে আপনি টের পাবেন না যে সেখানে এই দুষ্কর্ম করা হত।
বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে চক্রের পাঁচ কীর্তিমানকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানা পুলিশ। মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হতো। ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্র এর সাথে আর কারা যুক্ত তা তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিশ।কিছু চুক্তিপত্র পুলিশের হাতে এসেছে।রাজ্যের আইনের রক্ষকরা আইনশৃঙ্খলা রক্ষায় সজাগ থাকার পাশাপাশি সাইবার প্রতারণার ঘটনা শূন্যে নামিয়ে আনতে যে বদ্ধপরিকর তা পুলিশ কর্তারা স্পষ্ট করে দিয়েছেন।