ad
ad

Breaking News

Nabanna

Nabanna: সরকারি নথি ফাঁস রুখতে সিসিটিভি নবান্নে, নজরদারি অন্য তিন দফতরেও

গত মাসের ১১ তারিখ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নথি বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন

CCTV installed to prevent leakage of government documents

সংগৃহীত

Bangla Jago Desk: সরকারি নথির উপর নজরদারি করবে পুলিশ। গত মাসের ১১ তারিখ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নথি বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন। এর পরেই নড়েচড়ে বসে নবান্নের কর্তারা। কিভাবে নবান্নের নথি বাইরে চলে যাচ্ছে তা নিয়ে শুরু হয় খোঁজখবর। তা বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

[ আরও পড়ুন: Chopra: চোপড়ার আইসিকে শো’কজ, কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের]

নবান্ন সূত্রে খবর,  ইতিমধ্যেই রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নের স্বরাষ্ট্র, অর্থ সহ বেশ কিছু দফতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ হয়েছে। এবার সরকারি নথির ওপর কড়া নজরদারি রাখবে পুলিশ, সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। মুখ্যমন্ত্রীর সরকারি নথি সম্পর্কিত উস্মা প্রকাশের পরেই নড়েচড়ে বসেছে নবান্ন। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে বিভিন্ন সরকারি নথি বাইরে চলে যাচ্ছে অথবা বিরোধীদের হাতে দেখা যাচ্ছে।

বিষয়টি নিয়ে শুধুমাত্র চলতি মাসের প্রশাসনিক বৈঠকেই নয়, এর আগেও একাধিকবার উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফতর থেকে ফাইল বা নথি কোন দপ্তরে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছেন? সবটাই নজর রাখবে পুলিশ। প্রয়োজনে কয়েকটি দপ্তরের বাইরে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও নবান্ন সূত্রের খবর। আপাতত স্বরাষ্ট্র , অর্থ এবং স্বাস্থ্য এই তিন দফতরের উপর নজরদারির নির্দেশ এসেছে। নির্দিষ্ট সময় অন্তর পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে রিপোর্ট দেবে। সরকারি নথি বেআইনিভাবে বাইরে চলে যাওয়ার বিষয়টিকে নজরে রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নবান্ন কড়া সিদ্ধান্ত নিয়েছে।