ad
ad

Breaking News

Campus Assault

Campus Assault: রয়েছে একাধিক নতুন নিয়ম, কবে খুলছে কসবা ল কলেজ?

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই ব্যাপারে প্রশ্ন করায় তিনি জানিয়েছিলেন যে পরিচালন সমিতির থেকে এই ব্যাপারে জানবেন এবং যা পদক্ষেপ নেওয়ার নেবেন।

Campus Assault: Kasba Law College to Reopen

চিত্র: সংগৃহীত

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কসবা আইন কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়ে ছিল গোটা বাংলা (Campus Assault)। তার প্রভাব পড়েছিল সেই কলেজের পঠনপাঠনের উপরও। কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল কলেজ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই ব্যাপারে প্রশ্ন করায় তিনি জানিয়েছিলেন যে পরিচালন সমিতির থেকে এই ব্যাপারে জানবেন এবং যা পদক্ষেপ নেওয়ার নেবেন।

[আরও পড়ুন: Africa in Gujarat: ভারতের মধ্যে রয়েছে একখণ্ড আফ্রিকা]

তবে এবার প্রকাশ্যে এলো কলেজে পড়াশোনা চালু করার দিনক্ষণ। পড়ুয়াদের জন্য কলেজের গেট খুলে যাবে আগামী সোমবার থেকে। জোরকদমেই আবার আগের মতো ক্লাস চালু হবে। তবে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। যদিও পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবুও শিক্ষার্থীদের সুবিধার্থে পঠনপাঠন চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Campus Assault)।

[আরও পড়ুন: Shefali Jariwala: শেফালির মৃত্যুর সাতদিন পর আবেগঘন পোস্ট স্বামী পরাগ ত্যাগীর, কি লিখলেন অভিনেতা?]

প্রসঙ্গত, গত মাসের ২৫ তারিখ গণধর্ষণের ঘটনাটি ঘটে। পদের টোপ দেখিয়ে নির্যাতিতাকে ডেকে অত্যাচার করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই ময়দানে নামে পুলিশ এবং মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেফতার করে। একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয় তাদের তরফ থেকে। এখনো ঘটনার তদন্ত চলছে এবং প্রতিমুহূর্তেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার, থ্রিডি ম্যাপিং করা হয়েছে। পাশাপাশি, পুনঃনির্মাণের জন্য ধৃত চারজনকে নিয়ে যাওয়া হয় কলেজে। এবার দেখার বিষয় তদন্ত থেকে কি বেরিয়ে আসে। আর কেউ জড়িত কিনা, সেটাই এখন দেখার (Campus Assault)।