ad
ad

Breaking News

জে পি নাড্ডা

মহাসপ্তমীতে কলকাতায় এসে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তোপ জে পি নাড্ডার, ইঙ্গিতবাহী পোস্ট কুণালের

Bangla Jago Desk:  বাংলার পুজোর আবহ তুঙ্গে, মহাসপ্তমীর দিনেও, রাজনৈতিক তর্জা থেকে মুক্ত হল না বাংলা। কলকাতায় কয়েক ঘণ্টার সফরে এসে, নিশানা সাধলেন তৃণমূলের দিকে। বললেন, পরিবারতন্ত্র, অনুপ্রবেশসহ একাধিক আসুরিক শক্তির বিরুদ্ধে শক্তি দিক দেবী দুর্গা। রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের নিশানা করতে আগেও দেখা গিয়েছে বিজেপির শীর্ষনেতৃত্বকে। কিন্তু মহাসপ্তমীর দিন, সন্তোষমিত্র স্কোয়ারের পুজোয় উপস্থিত হন, […]

Bangla Jago Desk:  বাংলার পুজোর আবহ তুঙ্গে, মহাসপ্তমীর দিনেও, রাজনৈতিক তর্জা থেকে মুক্ত হল না বাংলা। কলকাতায় কয়েক ঘণ্টার সফরে এসে, নিশানা সাধলেন তৃণমূলের দিকে। বললেন, পরিবারতন্ত্র, অনুপ্রবেশসহ একাধিক আসুরিক শক্তির বিরুদ্ধে শক্তি দিক দেবী দুর্গা।

রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের নিশানা করতে আগেও দেখা গিয়েছে বিজেপির শীর্ষনেতৃত্বকে। কিন্তু মহাসপ্তমীর দিন, সন্তোষমিত্র স্কোয়ারের পুজোয় উপস্থিত হন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্যস্তরের একাধিক নেতানেত্রী। এদিন জেপি নাড্ডা নাম না করে তৃমূলের শীর্ষনেতৃত্বকে নিশানা করে আক্রমণ শানান।

উল্লেখ্য, এই পুজোর উদ্বোধনেই এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। জে পি নাড্ডাও এই পুজো মণ্ডপ দর্শন করতে আসেন। তিনি বলেন, অযোধ্যার রামমন্দির উঠে এসেছে কলকাতায়। এই পুজোয় বিজেপির হেভিওয়েটরা এসে উপস্থিত হচ্ছেন। রাজনৈতিকভাবে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ছাড়াও হাওড়ার বেলিলিয়াস রোডের একটি পুজোতেও যান জেপি নাড্ডা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন সেখানে।

এদিনই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স প্লাটফর্মে সকালে একটি ইঙ্গিতবাহী পোস্ট করেন। তিনি লেখেন, ২০২৪ সালে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পাশাপাশি দেশেও, বহু পুজোর উদ্বোধন করবেন। অর্থাৎ, এই ছোট্ট বার্তার মধ্যেই তিনি অনেকগুলি বার্তাই দিতে চেয়েছেন, রাজনৈতিকমহলের মত, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আসাকেও কটাক্ষ করা হয়েছে এই বার্তায়।

Free Access