চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: জয় চক্রবর্তী: বিধানসভার অধিবেশনে আগামী দিন থেকে কার্যনির্বাহী কাগজ পাবেন ভারতীয় জনতা পার্টির বিধায়করা। বিজেপি বিধায়কদের প্রতি নরম হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যেকোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়করা প্রতিবাদ করেছেন এবং তার সঙ্গে সরকারি কাগজ ছিঁড়েছেন।
এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওয়েলে নেমে নির্দিষ্ট সরকারি কার্যনির্বাহী কাগজ ছিঁড়ে ছুড়ে মেরেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে। এর পরেই অধ্যক্ষ পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন সরকারি কাগজ যেভাবে ছেঁড়া হচ্ছে সেটা বিধানসভার আইন মান্যতা দেয় না।
সেই কারণে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কাগজ দেওয়া হবে না। শুধুমাত্র অফিসে কয়েক কপি নির্বাহী কাগজ দিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার বেশ কিছুটা নরম হয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশনের আগামী দিন থেকে কার্যনির্বাহী কাগজ ভারতীয় জনতা পার্টির বিধায়করা পাবেন বলেই নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।