ad
ad

Breaking News

Mamata Banerjee

‘বাংলায় অশান্তিতে বিজেপির ইন্ধন’, প্ররোচনায় পা না দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘুদের সভায় তাঁদেরপাশে থাকার বার্তা দিয়ে এই আহ্বান জানান মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'BJP fueling unrest in Bengal', CM appeals not to give in to provocation

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বিজেপির প্ররোচনার ফাঁদে পা দেবেন না,বাংলায় শান্তি বজায় রাখুন। শান্তিরক্ষায় ইমামরা ভূমিকা পালন করুন। ওয়াকফ কেন্দ্রীয় আইন,আইন প্রত্যাহারের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করুন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘুদের সভায় তাঁদেরপাশে থাকার বার্তা দিয়ে এই আহ্বান জানান মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন,কেন্দ্রের সরকার শুধু সংখ্যালঘুদের সম্পত্তিতে নয়,রাজ্যের অধিকারেও হস্তক্ষেপ করেছে।হাতহতদের ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান।

কেন্দ্রের ওয়াকফ আইনের জন্য বাংলায় অশান্তি ছড়াচ্ছে।বাংলা কখনও জাতি-ধর্ম-ভাষার মধ্যে ভাগাভাগি করে না,দ্বিচারিতার নীতি নেয় না। তাই রাজ্যে কোনও অশান্তি সৃষ্টি করবেন না।ইমামরা শান্তি রক্ষায় সাহায্য করুন,সক্রিয় ভূমিকা নিন। বুধবার সংখ্যালঘুদের সভায় করজোড়ে শান্তিরক্ষার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রীয় আইনের জন্য মুর্শিদাবাদও মালদায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ায়। বর্তমানে শান্তি ফিরেছে, সৌভাতৃত্বের পরম্পরা আবার ফিরে আসছে। তাই বাইরের লোকেদের নিয়ে বিজেপি যদি প্ররোচনা দেয়,তাহলে তাতে কান না দেওয়ার খোলামেলা আবেদন জানান মুখ্যমন্ত্রী।কেন্দ্র,চুপিচুপি ওষুধ, জ্বালানির মূল্যবৃদ্ধি করে এখন বিজেপি নজর ঘোরানোর ছক কষছে বলেও সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়।    

সর্বধর্ম সমন্বয়ের অঙ্গীকার করে সব শ্রেণির মানুষকে বিজেপির ফন্দি বানচাল করে দেওয়ার ডাকও দেন তিনি।শান্তিপূর্ণভাবে সংবিধান রক্ষার আন্দোলন করুন, কিন্তু কেউ অশান্তি সৃষ্টি করবেন না। বহিরাগতদের এনে রাজ্যে অশান্তি পাকানোর বিরুদ্ধে তদন্ত হবে বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নরমে –গরমে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন,তিনি রাফ অ্যান্ড টাফ। হিংসা ছড়ালে বরদাস্ত করবেন না।ধর্মকে ঢাল করে বাংলার শিল্প-সংস্কৃতিকে কলুষিত করার ঠাণ্ডা মাথার প্ল্যান যে বাংলায় চলবে তাও সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন,যাঁরা স্বজনহারা তাঁদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।শান্তি রক্ষায় সজাগ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

কেন্দ্রের বিজেপি সরকার আসলে তাড়াহুড়ো করে ওয়াকফ আইন পাশ করে অভিসন্ধিপূরণ করেছে,তাই এখন বিজেপির পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাজী ইন্ডোরের সভায় খোলামেলা আহ্বান জানান মুখ্যমন্ত্রী।