চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: জয় চক্রবর্তী: কলকাতা পুলিশের নতুন ১২টি ডেপুটি কমিশনার পথ তৈরি করা হচ্ছে। এর মধ্যে পাঁচজনের কাজ হবে তদন্তে নেতৃত্ব দেওয়া। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। গ্রেডেশন তালিকা যে বিভাজনের প্রস্তাব দেওয়া হয়েছে তাতে দুটি পৃথক তালিকা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
প্রথম গ্রেডেসান তালিকায় সহকারি কমিশনার এসি ওয়ান বা ইনভেস্টিগেশন অফিসার। অন্যটি সহকারী কমিশনার এসি এনআই বা নন ইনভেস্টিগেশন অফিসার। সহকারী কমিশনার এসি ওয়ান ক্যাডারের অফিসারদের পদোন্নতির মাধ্যমে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশের পদে তুলে আনার সিদ্ধান্তকে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা।
পাশাপাশি এনসিপি-এনআই বিভাগ থেকে পৃথকভাবে পদোন্নতির জন্য সাতজন অফিসার কে ডেপুটি কমিশনার পদে তুলে আনা হবে। নবান্ন সূত্রে খবর, বিষয়টিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠক।