ad
ad

Breaking News

Baguiati

বাগুইআটি বাজারে কালি মন্দিরে চুরির কিনারা করল  বিধাননগর পুলিশ

গত মাসের শেষ সপ্তাহে বাগুইআটি বাজারের কালি মন্দির থেকে ঠাকুরের গহনা চুরি যায়।

Bidhannagar police bust theft at Kali temple in Baguiati market

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: গত মাসের শেষ সপ্তাহে বাগুইআটি বাজারের কালি মন্দির থেকে ঠাকুরের গহনা চুরি যায়। সেই ঘটনার তদন্তে নামে বাগুইআটি থানার পুলিশ। এরপরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে চুরি করে দুস্কৃতি দমদম স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালে করে চম্পট দেয়। এরপরে পুলিশ তিনটে দলে ভাগ হয়ে নদীয়ার চাকদা থেকে গহনা গুলি উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে  পুলিশ। পাশাপাশি সেখান থেকে চোর-কে গ্রেফতার করে পুলিশ।

বুধবার বিধাননগর পুলিশের ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর জানান, তদন্তে তারা প্রায় ২৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুস্কৃতি সনাক্ত করে এই ঘটনার কিনারা করে। তিনি আরও জানান, এই দুস্কৃতিরা বাড়ি বাড়ি কাপড় জামা বিক্রির নামে এলাকা রেকি করেন। এই ঘটনার ক্ষেত্রে ১৫দিন ধরে তারা রেকি করেন।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে মার্চেন্ট নেভি অফিসারকে কুপিয়ে খুন, গ্রেফতার ২

উল্লেখ্য,   গত ২৪ শে ফেব্রুয়ারি ভোররাত্রে রাজারহাট-গোপালপুর পৌরসভার অন্তর্গত বাগুইআটি চাউল পট্টির কালীমন্দিরে সোনার গয়না এবং টাকা চুরি হয়েছিল। ভোরবেলা দোকানদারেরা দোকান খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা।এই ঘটনা নিয়ে শুরু হয় তদন্ত। এরপরেই গ্রেফতার হল এই  ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত।