ad
ad

Breaking News

RG Kar Protest

RG Kar Protest: শ্যামবাজারে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা! ‘রাত দখলে’ ঋতুপর্ণার হেনস্তার নিন্দায় সরব সুদীপ্তা

শ্যামবাজারে ঋতুপর্ণাকে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়।

Bengali actress Rituparna Sengupta faced go back slogan in reclaim the night gathering on Wednesday

চিত্র : সংগৃহীত

Bangla Jago  Desk : আরজিকর কান্ডের প্রতিবাদে গত ১৪ই আগস্ট প্রথম ‘ রাত দখল’ কর্মসূচি ছিল গোটা রাজ্যে। তবে বুধবার ফের রাত দখলের আহ্বান জানায় জুনিয়র চিকিৎসকরা। সেই মতোই শুধু চিকিৎসকাই নয় প্রতিবাদের দাবিতে পথে নামেন বাচ্চা থেকে বুড়ো সকলেই। এক নারীর প্রতি ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে সামিল হন অপর নারীরা। রাত নটা থেকে এক ঘন্টা প্রথমে আলো নিভিয়ে প্রতিবাদ করেন গোটা শহরবাসী। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিড় বাড়তে থাকে প্রতিবাদীদের। তবে এই নারীর অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন অপর এক মহিলা। শ্যামবাজারে ঋতুপর্ণাকে লক্ষ্য করে স্লোগান, গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে সরব অভিনেত্রী সুদীপ্তা। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ” কিভাবে করতে পারলেন?”

[ আরও পড়ুন : করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ]

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ঋতুপর্ণা জমায়েতে উপস্থিত হয়ে বলেন, ‘‘এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না। আমি সুবিচারের আশায় রয়েছি।’’ এরপর অভিনেত্রী জানান কোচবিহারে আন্দোলনকারীদের অপুর হামলার ঘটনা তিনি সমর্থন করেন না। তবে কিছুক্ষণ পরেই প্রতিবাদকারীদের বিক্ষোভের মুখে পড়েন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা। তাকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয় চারিদিকে শঙ্খ বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে অভিনেত্রীকে ব্যঙ্গ করতে থাকেন আন্দোলনকারীরা। অবশেষে প্রতিবাদের স্থান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী। কিন্তু তাতেই ক্ষান্ত থাকেননি প্রতিবাদকারীরা। অভিনেত্রী যখন গাড়িতে বসেছিলেন তখন তার ওপর হামলা চালানো হয়।

[ আরও পড়ুন : Today Horoscope: আজ ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথি, সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিনে ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির ]

সুদীপ্তা চক্রবর্তী সোশাল মিডিয়ায় লেখেন, “আপনারা তাঁর অবস্থান দেখলেন না। অথচ ভুয়ো ভিডিওটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনার তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তা-ও মেনে নিলেন। এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি! আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা কী ভুলে গিয়েছেন নারীদের রাত দখলের লড়াইয়ে শামিল হয়েছিলেন? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে যে আপনারা মিছিলে শামিল হয়েছিলেন ভুলে গিয়েছিলেন? কীভাবে এটা করতে পারলেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি।”