চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বঙ্গে ঘূর্ণাবর্তের ঘনঘটা। যার জেরে টানা কয়েকদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। টানা বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন অংশে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবারও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Bengal Weather)
আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে। এই তিনটি জেলায় সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জায়গায় আবহাওয়া দফতরের তরফে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।(Bengal Weather)
[আরও পড়ুনঃ Mandi: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ, মান্ডিতে অবরুদ্ধ যান চলাচল]
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কলকাতাতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং ঝারগ্রামে। পাখি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গোলবার ও বুধবার একই রকম পরিস্থিতি বজায় থাকবেন। সোমবার থেকে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
উত্তরবঙ্গের রবিবারও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এবং মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।