চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। দেশের বড় বড় শিল্পপতিরা ছিলেন উপস্থিত।
এছাড়াও দেশ ও বিদেশের বহু বণিক সভার প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেশ ও বিদেশের শিল্পপতিদের কাছে বাংলায় আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য আদর্শ রাজ্য বাংলা। রাজ্য সরকার শিল্পোদগীদের পাশে রয়েছে সব সময়।
মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের শিল্প স্থাপনের জন্য জমি কোন সমস্যা নয়। এর জন্য সরকার ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছে। শিল্পের জন্য ৫০০০ হেক্টর জমি হাতে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সরকার জনগণের স্বার্থে কাজ করে। জনগণের কাছে সরকার দায়বদ্ধ। ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে রয়েছে। রাজ্যের শিল্প বিকাশে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। শিল্পের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।