ad
ad

Breaking News

Bikash Bhavan

ফের বিকাশ ভবনে ব্যারিকেড ভাঙচুর! রাস্তায় বসে পড়ল আন্দোলনকারীরা, দেখুন সেই ভিডিয়ো

বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা, ব্যারিকেড ভেঙে পুলিশের সামনে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা।

Barricades vandalized at Vikas Bhavan again! Protesters sit on the road, watch the video

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। বৃহস্পতিবারের ঘটনার পুনরাবৃত্তি ঘটল শুক্রবার সকালেও। বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা, ব্যারিকেড ভেঙে পুলিশের সামনে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা।

চাকরি ফেরানোর দাবিতে স্লোগান দিতে দিতে শিক্ষক ও শিক্ষাকর্মীরা সকালেই হাজির হন বিকাশ ভবনের সামনে। বিক্ষোভ ঠেকাতে আগেই কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল পুলিশ। কিন্তু সকাল ৯টা নাগাদ আন্দোলনকারীরা জোর করে সেই ব্যারিকেড সরিয়ে দেন এবং রাস্তার ওপর বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের স্লোগানে একদিকে ছিল কর্মচ্যুতির বিরুদ্ধে প্রতিবাদ, অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে ধিক্কার।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন এবং কোনো ভাঙচুরে যুক্ত নন। এক শিক্ষক আন্দোলনকারী বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থানেই রয়েছি। আমরা কোনও ভাঙচুর করিনি। আমরা রাস্তায় বসে থাকব যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে।”

এর আগে বৃহস্পতিবার বিকাশ ভবনের মূল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এর জেরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং উত্তেজনা চরমে পৌঁছায়। রাতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করেছে, যদিও পুলিশ পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধেও।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন। গত এপ্রিল মাস থেকেই তাঁরা রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভে রয়েছেন। বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ-অবরোধে বসেছেন তাঁরা। এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের দাবির বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় আন্দোলন আরও জোরালো হয়ে উঠছে।

বিক্ষোভকারী শিক্ষকদের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না তাঁদের চাকরি ফেরানোর বিষয়ে সরকার স্পষ্ট সিদ্ধান্ত জানানো হচ্ছা ততক্ষণ তাঁরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান চালিয়ে যাবেন। এদিকে, পুলিশের তরফেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।