ad
ad

Breaking News

RBI

মাসের শেষ রবিবার খোলা থাকছে ব্যাঙ্ক, নির্দেশ RBI-র, কিন্তু কেন জানেন?

৩১ মার্চ ২০২৪-এ সরকারি কাজের জন্য দেশের সমস্ত এজেন্সি ব্যাঙ্ককে সমস্ত ব্রাঞ্চ খোলা রাখার নির্দেশ দিয়েছে RBI

Banks will be open on the last Sunday of this month, as directed by RBI

Bangla Jago Desk : ব্যাঙ্ক নিয়ে মানুষের সব সময়ই জানার কৌতূহল থাকে। রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে এই স্বাভাবিক বিষয়টি সবার জানা। তবে এবার এক সপ্তাহের জন্য ব্যাঙ্কগুলোকে একটি নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩১ মার্চ ২০২৪-এ সরকারি কাজের জন্য দেশের সমস্ত এজেন্সি ব্যাঙ্ককে সমস্ত ব্রাঞ্চ খোলা রাখার নির্দেশ দিয়েছে RBI।

চলতি অর্থ বর্ষের ২০২৩-২৪ এর শেষ দিন ৩১ মার্চ রবিবার। আরবিআই এর তরফে সরকারি নানা লেনদেন এবং অর্থপ্রদান সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য ব্যাংকগুলির সমস্ত শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে আর্থিক বছরের সময়সীমা শেষ হওয়ার মধ্যেই সমস্ত রকম লেনদেন সেরে ফেলা যায়। এই নির্দেশের ফলস্বরূপ চলতি মাসের ৩১ মার্চ রবিবার সমস্ত ব্যাঙ্ক নিয়মিত খুলবে এবং নির্ধারিত সময় বন্ধ হবে। তবে এই নিয়ে কোন চিন্তার বিষয় নেই যে ব্যাঙ্কে গিয়েই আপনাকে নিজের লেনদেন সারতে হবে। কারণ গ্রাহকেরা ওই দিন মধ্যরাত ১২টা পর্যন্ত NEFT এবং RTGS এ লেনদেন করতে পারবেন।

RBI এর তরফে একটি টুইটে বলা হয়েছে, “ভারত সরকার ৩১ মার্চ, ২০২৪ রবিবারে সরকারি রশিদ এবং অর্থপ্রধান সংক্রান্ত কাজে জড়িত থাকা ব্যাংকগুলোর সমস্ত শাখা খোলা রাখার অনুরোধ করেছে, যাতে এই আর্থিক বছরের রশিদ এবং অর্থপ্রধান সংক্রান্ত সমস্ত লেনদেন ২০২৩-২৪ আর্থিক বছরেই করা যায়”।





কোন কোন ব্যাঙ্ক খোলা থাকবে জানুন – 

১। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

২। ব্যাঙ্ক অফ বরোদা

৩। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৪। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র

৫। কানাড়া ব্যাঙ্ক

৬। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৭। ইন্ডিয়ান ব্যাঙ্ক

৮। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

৯। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক

১০। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

১১। ইউকো ব্যাঙ্ক

১২। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া