চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দু’বছর ধরে অবৈধভাবে বসবাস করছিল কলকাতায়। গোপন সূত্রে খবর পেয়ে পার্কস্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করল এক অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মারকিউস স্ট্রিটে অবৈধভাবে বসবাস করছিল ওই বাংলাদেশি। বাংলাদেশের মাদারীপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত ব্যক্তি।
গোপন পরিচয় পত্র নিয়ে এদেশে বসবাস করছিল। দালাল মারফত জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নিয়েছিল ওই বাংলাদেশি। বিশেষ অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। শনিবার তাকে আদালতে তোলা হবে। কি উদ্দেশ্য নিয়ে কলকাতায় বসবাস করছিল তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা।
শুধুমাত্র কাজের জন্য না এর পিছনে অন্য কোন উদ্দেশ্য ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এ ধরনের আরো অনেকে অবৈধভাবে বসবাস করে থাকতে পারেন শহরের বুকে। বিভিন্ন সূত্রে খবর মারফত তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এর আগেও কলকাতা সহ রাজ্যে বিভিন্ন জেলায় এরকম অবৈধ বসবাসকারী সন্ধান মিলে। বিশেষ করে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি থেকে এর আগে বহু বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ।
নদিয়া মুর্শিদাবাদ মালদা জেলায় এমন ঘটনা বহুবার ঘটেছে। এমনকি অবৈধ নথি তৈরি করে এপারে বসবাস করার সুযোগে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের সন্ধানও মিলেছে। এ ধরনের অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করণে জোরদার তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ। পুলিশের আশঙ্কা বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকেই সীমান্ত পারাপারের চেষ্টা করছে। কোনভাবে যাতে পশ্চিমবঙ্গে তারা আশ্রয় নিতে না পারে তার জন্য সতর্ক রয়েছে প্রশাসন। পুলিশের গোয়েন্দা বাহিনী কেউ এই নিয়ে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর।