ad
ad

Breaking News

নিম্নচাপ

উৎসবের মরশুম শেষে এবার বৃষ্টির সম্ভবনা, আসছে শীতের আমেজ

Bangla Jago TV Desk : আবারো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের তৈরি হয়েছে। এই নিম্নচাপের অবস্থান হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে ১৫ তারিখ নাগাদ। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে ১৫ তারিখের পর থেকে উত্তর পশ্চিম দিকের মুভমেন্ট হবে নট বেস্ট ওয়ার্ড অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে এবং এটি ১৭ তারিখ উড়িষ্যা কোস্টের পৌঁছাবে। এর ফলে দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে […]

Bangla Jago TV Desk : আবারো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের তৈরি হয়েছে। এই নিম্নচাপের অবস্থান হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে ১৫ তারিখ নাগাদ। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে ১৫ তারিখের পর থেকে উত্তর পশ্চিম দিকের মুভমেন্ট হবে নট বেস্ট ওয়ার্ড অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে এবং এটি ১৭ তারিখ উড়িষ্যা কোস্টের পৌঁছাবে। এর ফলে দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেই সাথে ১৫ তারিখ নাগাদ মেঘলা আকাশ থাকবে।

পূর্ব মেদিনীপুর সাউথ ২৪ পরগনা সেই সাথে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ১৬ তারিখ এবং ১৭ তারিখ সমুদ্র লাগোয়া যে জেলাগুলি আছে দক্ষিণবঙ্গে সেখানে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা আছে। ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর বৃষ্টির জারি থাকবে ১৮ তারিখ পর্যন্ত। ১৮ তারিখের পর বৃষ্টি কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে এবং ১৭ তারিখ নাগাদ সতর্কবার্তা রয়েছে নর্থ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হলুদ সর্তকতা।

এই মুহূর্তে সতর্কবার্তা রয়েছে মৎস্যজীবীদের জন্য, যারা মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছে তারা যেন ১৫ তারিখের রাতে ফিরে যায় এবং ১৮ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যায়। এবং ১৬ তারিখের সকাল থেকে ঝড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে সমুদ্র উপকূল অবস্থিত জেলাগুলিতে এবং এটি ১৬ তারিখের বিকেল দিয়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে তীব্রতা হয়ে দাঁড়াবে।

 

FREE ACCESS