চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রিলায়েন্স শিল্প গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি যোগ দিয়েছেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। বাংলার শিল্প বিকাশে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন তিনি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তার ঘোষণা রিলায়েন্স শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে দ্বিগুণ বিনিয়োগ করবে।
তিনি প্রতিশ্রুতি দেন পশ্চিমবঙ্গের শিল্প বিকাশে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স গোষ্ঠী। যে উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন তা বারে বারে দেখা গিয়েছে সফল হয়েছে। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেও বিভিন্ন শিল্প গোষ্ঠী বাংলায় আরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশেষ করে দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স। মুকেশ আম্বানি ঢালাও ঘোষণা করেছেন বাংলার শিল্প সামিটে যোগ দিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যে পশ্চিমবঙ্গে শিল্প বিকাশ ঘটছে তা উল্লেখ করেছেন তিনি। রাজ্যের বর্তমান সরকার যে শিল্প পরিকাঠামো গড়ে তুলেছে তার ভুয়সী প্রশংসা করেছেন। মুকেশ আম্বানি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। পশ্চিমবঙ্গের শিল্প স্থাপনের চেয়ে অনুকূল আবহাওয়া রয়েছে তা উল্লেখ করেছেন তিনি। দীঘায় বড় প্রজেক্ট নিয়ে আসছে আম্বানি। কলকাতায় সবচেয়ে বেশি জিও গ্রাহক রয়েছে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
পশ্চিমবঙ্গে ১৩০০ রিলায়েন্স স্টোর রয়েছে। আগামী তিন বছরে আরও ৪০০ স্টোর গড়ে উঠবে। কলকাতায় সবচেয়ে বেশি রিলায়েন্স গ্রাহক। বাংলার রিলায়েবল পার্টনার রিলায়েন্স।