ad
ad

Breaking News

Mithun Chakraborty

শাহারুখ-সালমানের পর এবার মিঠুন! পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন অভিনেতা

বলিউডের অভিনেতাদের প্রতি প্রাণনাশের হুমকি নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে।

After Shahrukh and Salman, now Mithun! Actor receives death threats from Pakistan

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বলিউডের অভিনেতাদের প্রতি প্রাণনাশের হুমকি নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে। গত কয়েক মাসে একাধিকবার হুমকি পেয়েছেন সলমন খান, পরে একই রকম হুমকি পৌঁছেছে শাহরুখ খানের কাছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিযোগ উঠেছে, পাকিস্তানের গ্যাংস্টার শাহাজ়াদা ভাট্টি একটি ভিডিয়ো বার্তায় মিঠুনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে।

[আরও পড়ুন: ‘দার্জিলিং ভালো থাকুক’,বার্তা মুখ্যমন্ত্রীর তৃণমূলকে বেছে নিন, ভোটের আগে আবেদন  মমতার]

গ্যাংস্টারের দাবী, সম্প্রতি মিঠুনের একটি বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। সেই কারণেই এই হুমকি দেওয়া হয়েছে। ভিডিয়ো বার্তায় মিঠুনকে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়বে বলে হুমকি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৭ অক্টোবর কলকাতার সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে তিনি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের এক বক্তব্যের কড়া সমালোচনা করেন। তাঁর মন্তব্য ছিল, ‘‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। আমাদের এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আমি ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। কিন্তু কিছুই হল না। ভাগীরথী নদী আমাদের মা, তাই তাকে অপবিত্র করব না। তবে তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।’’

[আরও পড়ুন: চেনা বাংলার অজানা কথায়: বাংলার পুতুল নাচের ইতিকথা]

এই বক্তব্যের পর থেকেই মিঠুন চক্রবর্তীর প্রতি প্রাণনাশের হুমকি আসতে শুরু করেছে বলে মনে করছেন অনেকে। অভিনেতার সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।