ad
ad

Breaking News

Abhishek Banerjee

সকলকে তাক লাগিয়ে একের পর এক পুশআপ অভিষেকের, দেখুন ভিডিয়ো

উপস্থিত দর্শকদের গণনায় তিনি প্রায় ৩০টি পুশআপ করেছেন। যা দেখে অবাক উপস্থিত ব্যক্তিরা।

Abhishek Banerjee Push-Up Challenge Goes Viral at Kolkata Event

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: প্রকাশ্যে একের পর এক পুশ-আপ করে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার বালিগঞ্জে ‘ইও কলকাতা’ নামের একটি সংস্থার আয়োজিত অনুষ্ঠানে তিনি ফিটনেস নিয়ে আলোচনার সময় মঞ্চেই পুশআপ করেন। উপস্থিত দর্শকদের গণনায় তিনি প্রায় ৩০টি পুশআপ করেছেন। যা দেখে অবাক উপস্থিত ব্যক্তিরা।

মঙ্গলবার দিনভর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূলের মিছিলে প্রায় ৪ কিলোমিটার পথ হেঁটেছেন। দীর্ঘ কর্মসূচির পর সন্ধ্যায় এই অনুষ্ঠানে যোগ দেন তিনি (Abhishek Banerjee)।

অনুষ্ঠানের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিষেক লেখেন, “আজ, বাংলার শিল্প ও উদ্যোক্তা বাস্তুতন্ত্রের কিছু প্রগতিশীল মনের মানুষের সঙ্গে আমার যোগাযোগের সৌভাগ্য হয়েছে। ইও কলকাতা চ্যাপ্টারের শিক্ষামূলক অনুষ্ঠানের আলোচনা একটি সহজ সত্যকে ফের প্রকাশ করেছে যে বাংলা একটি রূপান্তরকারী অর্থনৈতিক নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।”

তিনি আরও বলেন, “আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকাঠামো, মানব সম্পদ, উদ্ভাবন এবং প্রশাসনে বাংলার অসাধারণ অগ্রগতি সম্পর্কে কথা বলেছি এবং বিনিয়োগের গন্তব্য এবং প্রবৃদ্ধির নেতা হিসেবে বাংলার পূর্ণ সম্ভাবনাকে কীভাবে আরও কাজে লাগানো যায় তা অন্বেষণ করেছি। আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে এমন একটি বিশ্বাস যা শিল্প এবং সরকার অংশীদার, সমান্তরাল সত্তা নয়। একসঙ্গে আমরা একটি নতুন গল্প লিখছি, যা অন্তর্ভুক্তিমূলক, চিরস্থায়ী এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক। এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সম্মিলিত স্পষ্ট সংকল্প এমন একটি বাংলা গড়ে তোলা যা সুযোগ তৈরি করে, উদ্যোগকে উৎসাহিত করে এবং আগামী দশকগুলিতে ভারতের উন্নতিতে নির্ণায়ক অবদান রাখে (Abhishek Banerjee)।”