ad
ad

Breaking News

নির্মলা ব্যানার্জি

প্রয়াত অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Bengla Jago Desk: প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা,নির্মলা ব্যানার্জি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। খবরে শোকের ছায়া পরিবারে। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতায় অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের […]

Bengla Jago Desk: প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা,নির্মলা ব্যানার্জি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। খবরে শোকের ছায়া পরিবারে। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতায় অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, গত বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলা। তার পরেই তাঁকে শহরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রেও খবর, ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন নির্মলা।শুক্রবারই মাকে দেখতে এসেছেন অভিজিৎ। তার পরেই খবর মিলল, নোবেলজয়ীর মা প্রয়াত হয়েছেন। দু’দিন আগেই নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড অসুস্থ থাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই হাসপাতালে তাঁকে দেখতে যান।

Free Access