সংগৃহীত
Bangla Jago Desk,উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার রাতে আচমকাই ভেঙে পড়ল তিনতলা একটি বাড়ির অংশ। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগরে। বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার বৃষ্টি শুরু হয় কলকাতার আশেপাশের এলাকায়। সেইসময় হঠাৎই তিনতলা বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ভেঙে পড়া তিনতলা বাড়ির ছাদ ভেঙে চাপা পড়ে যান একতলায় থাকা ধ্রুবজ্যোতি। সিমেন্টের চাঙড়ের নীচে চাপা পড়ে যান ওই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু লাগাতার বৃষ্টি পড়তে থাকায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে।
বাড়ি ভেঙে পড়ার পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছোয় বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধারকাজ চালাতে সময় লাগায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অচৈতন্য অবস্থায় ওই কিশোরকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকে প্রায় ৮০শতাংশ নম্বর পেয়ে পাস করেছিল ধ্রুবজ্যোতি। এলাকায় মেধাবী পড়ুয়া হিসাবেই পরিচিত ছিল সে। তাঁর বাবা একসময় সিপিআইএমের প্রধান ছিলেন। ২০১৮ সালে মারা যান তিনি। মা ও দাদার সঙ্গেই থাকত ধ্রুবজ্যোতি। অকালে তারতাজা এই কিশোর চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগে খাস কলকাতার বুকে বাড়ি ভেঙে পড়েছিল। ফের আরও একটি ঘটনা ঘটল কলকাতার অদূরে।