Bangla Jago TV Desk : কলকাতার কটন স্ট্রীটের 147 নম্বর বাড়িতে আজ শনিবার বিকেলে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আগুনটি প্রথমে একটি শাড়ির গোডাউনে লেগে। এরপর সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা আকাশে উঠে যায়। পুলিশ সূত্র মারফত খবর, আগুন লাগা গোডাউনটি ব্যাংক থেকে সিস করে দেওয়া হয়েছিল। এর অর্থ হল, গোডাউনটির নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি ছিল। আগুন লাগার খবর পেয়ে বিল্ডিংটির সমস্ত অফিস এবং গোডাউনে থাকা লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে, আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের কাজ কিছুটা কঠিন হচ্ছে। আগুনের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
FREE ACCESS