ad
ad

Breaking News

Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় ফুটে উঠেছে গ্রাম্য পরিবেশ

প্রশাসন ও দলের কাজে সারা বছর ব্যস্ত থাকলেও প্রতিবছর নিয়ম-নিষ্ঠাভরে নিজের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

A rural atmosphere has emerged in the puja of the Chief Minister's house

Bangla Jago Desk: প্রশাসন ও দলের কাজে সারা বছর ব্যস্ত থাকলেও প্রতিবছর নিয়ম-নিষ্ঠাভরে নিজের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুজোর যাবতীয় খুঁটিনাটি নিজের হাতে করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তাঁর বাড়িতে আসা অতিথি অভ্যাগতদেরও আপ্যায়ন করেন তিনি। বারোয়ারি পুজোয় যেখানে থিমের ছড়াছড়ি, সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর আবহ ছিল দেখার মতো।

[আরও পড়ুনঃ IPL 2025: ধোনিকে ধরে রাখল চেন্নাই, নিলামে পন্ত, দেখে নিন রিটেনশন ও রিলিজ হওয়া খেলোয়াড়দের পূর্ণ তালিকা

গ্রাম্য পরিবেশ ফুটে ওঠে। ধানের শিস দিয়ে সাজানো হয় মণ্ডপ। ব্যবহার করা হয় কুলো, হাত পাখা, লক্ষ্মী পেঁচা। জায়গা পায় লক্ষ্মীর ভাঁড়। নানা গয়নায় সাজানো দেবীর সজ্জাও হয়ে ওঠে দেখার মতো। নিজের বাড়ির কালীপুজো সম্পর্কে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন ও রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক- এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন।

এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি- মায়ের চরণে এই কামনা আমার। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় উপস্থিত হন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যেল কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, শিল্পমন্ত্রী শশী পাঁজা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ বিশিষ্টজনেরা। 

[আরও পড়ুনঃ জাতীয় উদ্যানের হাতছানি গণ্ডার দেখতে রামসাই