ad
ad

Breaking News

Kolkata

দক্ষিণ কলকাতার কাচ ভেঙে দুর্ঘটনা, আহত ২ পড়ুয়া

স্কুল ভবনের উপর থেকে ভেঙে পড়ে কাচ। তাতে আহত হয়েছে নবম শ্রেণির দুই ছাত্র।

2 students injured in glass breakage accident in South Kolkata

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সাতসকালে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা। স্কুল ভবনের উপর থেকে ভেঙে পড়ে কাচ। তাতে আহত হয়েছে নবম শ্রেণির দুই ছাত্র। দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলুস্থূল পড়ে যায়। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সকাল ৭টা নাগাদ স্কুল শুরু হয়। সেই সময় ওপর থেকে কাচ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

[আরও পড়ুন: সোমে সমস্যা বাড়বে নাকি মিটবে? জানতে পড়ুন রাশফল]

জখম ২ ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। সূত্রের খবর, দুই ছাত্রের মধ্যে একজনের আঘাত গুরুতর। দু’জনকেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কিত অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুল্যান্স পরিষেবা মেলে না।

অভিভাবকরাই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। স্কুলের তরফে যোগাযোগ ও পরিকাঠামোর সমস্যা রয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভরত অভিভাবকরা। শুধু আজকের ঘটনাকে কেন্দ্র করেই নয়, এর সঙ্গে নানা বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলছেন পড়ুয়াদের মা-বাবারা।

[আরও পড়ুন: সোনারপুরে গ্রেফতার ৫ বাংলাদেশী, সোমে পেশ করা হবে বারুইপুর আদালতে]

অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় টালিগঞ্জ থানার পুলিশ। এদিকে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে, পড়ুয়ারা জানলা খোলার চেষ্টা করায়, কাচ ভেঙে পড়েছে। এর পাশাপাশি, যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুল্যান্স আসতে দেরি হয়েছে বলে দাবি করে স্কুল কর্তৃপক্ষ।