চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: গণপরিবহণে বড় স্বস্তি। আপাতত বাতিল হচ্ছে না ১৫বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি। বছরে ২বার করে ফিটনেস সার্টিফিকেট থাকলে এই সবুজসঙ্কেত মিলবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে (Commercial Vehicles)। এই বিষয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আশ্বস্ত করেছেন, পরিবেশবান্ধব নজরদারি বহাল রেখেই পুরনো বাণিজ্যিক গাড়ি চলাচলে রাজি আছে রাজ্য সরকার।
যাত্রী স্বার্থে রাজ্য পরিবহণ দফতর বরাবরই পরিবেশবান্ধব গাড়িতে জোর দিয়েছে।বিশেষ করে,ইলেকট্রিক গাড়ি সহ একাধিক পরিষেবার সংযোজন বেশ লক্ষ্যণীয়।এরমাঝে দেখা যায়,পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল নিয়ে নানা মহলে শোরগোল পড়ে।বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।রাজ্য সরকার চায় গণপরিবহণের স্বার্থে সুষ্ঠু ব্যবস্থা করতে।সেইমতো ১৫বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি যাতে পথে চলে সেজন্য হাইকোর্টে আবেদনও করে রাজ্য সরকার।সরকার তাতে সম্মতি দেওয়ায় মিলল গাড়ির মালিকদের স্বস্তি। রাজ্যের আবেদনে আদালত সাড়া দেওয়ায় বাণিজ্যিক গাড়ির সুবিধা হল।
আরও পড়ুন: College Admission: কলেজে ভর্তি নিয়ে রাজনৈতিক চাপানউতোর! কী বললেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু?
ফিট থাকলে ১৫বছরের পুরনো গাড়ি (Commercial Vehicles)রাস্তায় চলাচলে কোনও অসুবিধা নেই। বছরে ২বার ফিটনেস সার্টিফিকেট থাকলে গাড়ি চলাচলে কোনও বাধা হবে না। রাজ্যের সঙ্গে ৬টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত করা হয়েছে। বাস সংগঠনগুলো বছরে ২বার করে ফিটনেস সার্টিফিকেটে সম্মত হয়েছে বছরে ২বার ফিটনেস সার্টিফিকেট ইস্যু করবে পরিবহণ দফতর।একবারের ফিটনেট সার্টিফিকেটের মেয়াদ থাকবে ৬মাস।
গণপরিবহণের স্বার্থে রাজ্য সরকার পরিবেশ মেনেই সবকিছু করবে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই পরিবহণ বান্ধব সিদ্ধান্তের কথাও তুলে ধরেন। বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দফতর সম্মতি জানিয়েছিল (Commercial Vehicles) আগেই। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিয়েছে।
Bangla Jago FB Page: https://www.facebook.com/share/193NB43TzC/
এদিকে জানা গেছে, বেপরোয়া বাসের চালকদের নজরবন্দি করার জন্য চালু করা হয়েছে যাত্রীসাথী অ্যাপ। শহরে ১০টি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রীসাথী অ্যাপ চালু করতে চায় পরিবহণ দফতর। সরকারি বাস তো বটেই, অ্যাপসের মধ্যে ট্রাকিংয়ের আওতায় থাকবেন বেসরকারি বাস, এমনকী মিনিবাসের চালকরাও।