ad
ad

Breaking News

WBHRB Recruitment

পশ্চিমবঙ্গে বিপুল শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

অনলাইনে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (hrb.wb.gov.in) মারফত আবেদন করা যাবে।

WBHRB Recruitment 2025: 1226 Medical Vacancies Announced

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ১২২৬। মাসে বেতন মিলবে ১৫,৬০০-১,৭৩,২০০ টাকা করে। অনলাইনে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (hrb.wb.gov.in) মারফত আবেদন করা যাবে (WBHRB Recruitment)।

[আরও পড়ুন: সম্প্রীতির বিরল দৃষ্টান্ত বিরহীর মদনগোপাল! এখানে গণফোঁটায় অংশ নেন হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মানুষ]

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর পদে শূন্যপদ ৪, মাসে বেতন মিলবে ৯৫,০০০-১,৪৮,০০০ টাকা করে। অ্যাসোসিয়েট প্রফেসর পদে শূন্যপদ ৭। সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বিএএমএস, এমএসসি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬৭,৩০০-১,৭৩,০০০ টাকা করে।

অ্যাসিসট্যান্ট প্রফেসর/লেকচারার পদে শূন্যপদ ২৪। ডিপ্লোমা, ডিগ্রি, বিএএমএস, এমবিবিএস, বিএইচএমএস, স্নাতকোত্তর ডিগ্রি, এমএসসি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা করে। রেসিডেন্ট মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। স্নাতক হতে হবে। বিএএমএস, বিএইচএমএস, এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা করে (WBHRB Recruitment)।

ডিরেক্টর পদে শূন্যপদ ১। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৯৫,১০০ টাকা করে। অ্যাসিসট্যান্ট ডিরেক্টর পদে শূন্যপদ ২। সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬৭,৩০০ টাকা করে। জুনিয়র সায়েন্টিফিক অফিসার পদে শূন্যপদ ২। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। স্নাতক হতে হবে। বিফার্মা, বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে, স্নাতকোত্তর হতে হবে। মাসে বেতন মিলবে ৩৫,৮০০ টাকা করে।

ফিজিশিস্ট অ্যান্ড রেডিয়েশন সেফটি অফিসার পদে শূন্যপদ ১। ডিপ্লোমা, এমএসসি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৫৬,১০০ টাকা করে। টেকনিক্যাল অফিসার পদে শূন্যপদ ৪। স্নাতক হতে হবে। বিএসসি ডিগ্রি থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৪২,৬০০ টাকা করে। রিডার পদে শূন্যপদ ১। স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। মাসে বেতন মিলবে ৬৭,৩০০-১,৭৩,২০০ টাকা করে (WBHRB Recruitment)।

প্রফেসর কায়াচিকিৎসা/পঞ্চকর্মা পদে শূন্যপদ ২। সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিএএমএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ১৫,৬০০-৪২ হাজার টাকা করে। প্রফেসর, পেডিয়াট্রিক, গ্যাসট্রোএন্টেরোলজি পদে শূন্যপদ ১, এমডি, ডিএম, এমসিএইচ, ডিএনবি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৩৭,৪০০-৬০,০০০ টাকা করে।

অ্যাসোসিয়েট প্রফেসর, পেডিয়াট্রিক, গ্যাসট্রোএন্টেরোলজি পদে শূন্যপদ ১, ডিএম, এমসিএইচ ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকার মধ্যে। অ্যাসিসট্যান্ট প্রফেসর, পেডিয়াট্রিক, গ্যাসট্রোএন্টেরোলজি পদে শূন্যপদ ১, সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। এমডি, ডিএম, এমসিএইচ, ডিএনবি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ১৫,৬০০-৪২ হাজার টাকা করে।

মেডিক্যাল টেকনোলজিস্ট পদে শূন্যপদ ১৯৬, মেডিক্যাল টেকনোলজিস্ট (ওটি, পি অ্যান্ড ও, সিসি/ অডিওমেট্রি গ্রেড ৩) পদে শূন্যপদ ৪৬, বয়সসীমা ২১-৩৯ বছর। দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে, ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২৮,৯০০ টাকা করে (WBHRB Recruitment)।

অ্যাসিসট্যান্ট প্রফেসর ইন জিআই রেডিওলজি পদে শূন্যপদ ১, সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ১৫,৬০০-৪২ হাজার টাকা করে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৪০৩। সর্বোচ্চ বয়সসীমা ৩৬ বছর। মেডিক্যাল অফিসার (স্পেশালিষ্ট) পদে শূন্যপদ ৫২৮। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৫৬,১০০ টাকা করে।

কীভাবে করবেন আবেদন?

১৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা শুরু হয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (hrb.wb.gov.in) মারফত। সব চাকরিপ্রার্থীদের ২১০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (WBHRB Recruitment)।